আজ ২রা এপ্রিল, বৃহস্পতিবার। রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি!!মেষঃ ভাবনাচিন্তা করে ব্যয় করুন। ভোগ বিলাসের কারণে অতিরিক্ত ব্যয়ের সম্ভাবনা রয়েছে।বৃষঃ অবৈধ প্রণয়ের কারণে সমস্যার সম্মুখীন হতে পারেন। ভুল ঠিক বিচার করে পদক্ষেপ নিন।মিথুনঃ আজ আপনার জন্য খুবই শুভ। কার্যে সাফল্য অর্জন করবেন।কর্কটঃ অগ্নি দ্বারা ক্ষতির সম্ভাবনা রয়েছে। আগুনের থেকে দূরে থাকার চেষ্টা করুন।সিংহঃ আজ আপনার জন্য খুবই ভালো হতে চলেছে, কারণ জীবনে প্রীতিলাভের সম্ভাবনা রয়েছে।কন্যাঃ টাকাপয়সার দিক দিয়ে সমস্যা দেখা দিতে পারে। তবে হতাশ হবেন না।তুলাঃ আপনার জীবনে ভালো কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার সুযোগ পাবেন, সঠিকভাবে কাজে লাগান।বৃশ্চিকঃ কোনো কারণে শোকাভিভূত হয়ে পড়তে পারেন। কাছের মানুষদের সাথে বেশি করে সময় কাটান।ধনুঃ রাজনীতি থেকে দূরে থাকার চেষ্টা করুন। এর থেকে জীবনে ভয়ংকর বিপদ নেমে আসতে পারে।মকরঃ কোনো বিশেষ কারণে ভয়ান্বিত হয়ে পড়তে পারেন। পরিবারের সাথে আলোচনা করুন।কুম্ভঃ কোথাও যাত্রা করতে গেলে বিঘ্ন দেখা দিতে পারে। ভালো করে পরিকল্পনা করে যাত্রা করুন।মীনঃ আজ আপনার ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন চাকরির সুযোগ আসতে পারে।