জ্যোতিষ

আজ ২৯শে ডিসেম্বর (১৩ই পৌষ) বুধবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি

Advertisement
Advertisement

মেষ (ARIES): আজ আপনি হঠকারিতায় কোনো সিদ্ধান্ত নিতে পারেন। এতে কোনো বড় ক্ষতি হতে পারে। চোখ কান খোলা রেখে কাজ করুন। দিনটি খুব একটা সুখকর নয়।

Advertisement
Advertisement

বৃষ (TAURUS): আজ আপনার জন্য দিনটি খুব একটা সুখকর নয়। কোনো কারণে পেটের সমস্যায় ভুগতে পারেন। নিজের প্রতি যত্নশীল হন। তেল মশলার খাবার বর্জন করুন।

Advertisement

মিথুন (GEMINI): আজ আপনার কাছের কোনো বন্ধুর সাথে বিচ্ছেদ ঘটতে পারে। ভেঙে পড়বেননা। মন শান্ত রাখুন। নিজের কাজ করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

Advertisement
Advertisement

কর্কট (CANCER): আজ আপনার বেশ সুখকর হবে। দীর্ঘদিন অসুস্থ থাকলে আজ সুস্থ হয়ে উঠতে পারেন। আজ চিকিৎসায় সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। নিজের প্রতি যত্নশীল হন।

সিংহ (LEO): আজ আপনাকে কেউ মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসিয়ে দিতে পারে। দেখে শুনে কাজ করুন। সবাইকে বিশ্বাস করে সব কিছু বলবেননা। মাথা ঠান্ডা রাখুন।

কন্যা (VIRGO): আজ আপনি হৃদরোগে কষ্ট পেতে পারেন। ফেলে না রেখে ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান। তেল মশলাযুক্ত খাবার কম খান। প্রতিদিন একবার করে হাঁটতে বেরোন।

তুলা (LIBRA):আজ আপনার দিনটি বেশ শুভ। অফিসের কাজে প্রমোশন হতে পারে। কাজের জন্য বিপুল অর্থ লাভ হতে পারে। দেখে শুনে কাজ করুন। ব্যবসার কাজে সাফল্য আসতে পারে।

বৃশ্চিক (SCORPIO): আজ আপনি পশুপালনে ব্যস্ত হয়ে পড়তে পারেন। পশুপালনে আর্থিক লাভ হতে পারে। মন দিয়ে নিজের কাজ করুন। পশুদের প্রতি যত্নশীল হন। দিনড়ি বেশ ভালোই কাটবে।

ধনু (SAGITTARIUS): আজ আপনার ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ বাড়তে পারে। সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। দাম্পত্য সুখ সুখকর হবে। সঙ্গীর সাথে দিনটি বেশ ভালোই কাটবে ।

মকর (CAPRICORN): আজ আপনি কোনো জীবাণু দ্বারা সংক্রামিত হতে পারেন। ফেলে না রেখে ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান। নিজের প্রতি যত্নশীল হন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

কুম্ভ (AQUARIUS): চাকরি ও ব্যবসা উভয়ক্ষেত্রে আশাতীত লাভের সম্মুখীন হতে পারে। নতুন ব্যবসা শুরু করার দিনটি বেশ শুভ। আয় বৃদ্ধি হতে পারে। ভালো কাজের জন্য প্রশংসা পেতে পারেন।

মীন (PISCES): আজ আপনি নতুন ব্যবসায় সাফল্য পেতে পারেন। নতুন পার্ট টাইম চাকরি চাকরি স্থায়ী হয়ে যেতে পারে। দিনটি বেশ ভালোই কাটবে।

Advertisement

Related Articles

Back to top button