আজ ২৬শে মার্চ বৃহস্পতিবার। জেনে নিন নিজের রাশিফল সম্পর্কে।মেষঃ মনের ইচ্ছেগুলো ধীরে ধীরে পূরণ হবে। তবে প্রচুর ব্যয়ের সম্ভাবনা রয়েছে।বৃষঃ নিজের কাজ না করায় লোকে আপনাকে ভুল বুঝবে। শত্রুতাযোগ রয়েছে।মিথুনঃ নিজের কথার মাধ্যমে সবার কাছে প্রিয় হয়ে উঠবেন। কাজ ঠিকঠাক হবে।কর্কটঃ সুনামযোগ রয়েছে। অন্যরা আজ আপনাকে সম্মান দেবে, উপভোগ করুন।সিংহঃ মানসম্মান নষ্ট ও ভয়ভীতির লক্ষণ দেখা যাবে। হওয়া কাজ না হওয়ায় বিরক্ত হবেন।কন্যাঃ জীবনসঙ্গী ও ব্যবসা নিয়ে চিন্তার যোগ রয়েছে। ব্যয়বহুল দিন কাটবে।তুলাঃ আপনাকে নিয়ে সবাই হিংসে করবে। নিজের কাজে মন দিন।বৃশ্চিকঃ ভেবে চিন্তে কাজ করুন। নিজের লোকেদের কাছেই প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।ধনুঃ পারিবারিক দিক দিয়ে বিশেষ শুভ। বাড়ির জন্য কিছু করতে পেরে আনন্দিত হবেন।মকরঃ নিজের লোকের কাছেই কষ্ট পাবেন। প্রচুর ব্যয়ের সম্ভাবনা।কুম্ভঃ কথার মধ্যে জাদু দেখা যাবে। যে কোনো কাজ তাড়াতাড়ি করার চেষ্টা করুন।মীনঃ মন ভালো থাকবে না। কাজ করতে ইচ্ছে করবে না। বিশ্রাম নিন।