Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাজ্যে ২১৭% বেকারত্বের হার পরিসংখ্যান দেখিয়ে মমতাকে আক্রমণ অমিত মালব্যের

বাংলার দায়িত্ব নিয়ে এসে কাজ শুরু করে দিলেন বিজেপির আইটি সেলের প্রধান তথা রাজ্য বিজেপির সহকারী পর্যবেক্ষক অমিত মালব্য। তাকে সরাসরি দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যকালে…

Avatar

বাংলার দায়িত্ব নিয়ে এসে কাজ শুরু করে দিলেন বিজেপির আইটি সেলের প্রধান তথা রাজ্য বিজেপির সহকারী পর্যবেক্ষক অমিত মালব্য। তাকে সরাসরি দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যকালে কর্মসংস্থানের খতিয়ান তুলে ধরে আক্রমণ শানালেন অমিত মালব্য। তিনি তলে ধরলেন যুব সমাজের কান্নাকে।

এইদিন মমতা সরকারের আমলে কর্মসংস্থান এবং তার দেওয়া প্রতিশ্রুতি নিয়ে জোড়া টুইট করেন অমিত মালব্য। প্রথম টুইটে এইদিন মালব্য লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার কার্যকালের অবসানের শেষে ৩৫ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু বাস্তবে তারা হত্যা করেছে বহু যুবকের স্বপ্নকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিজেপির সহ পর্যবেক্ষক মালব্য অভিযোগ করেন, মমতা সরকার কেবল দুর্নীতি চালিয়েছে। আর চালিয়েছে সিন্ডিকেটরাজ। অন্যদিকে তারা খুন করেছেন যুব সমাজের চাকরিজীবী হওয়ার স্বপ্নকে। এইদিন অমিত মালব্য জানান যে এইকথা তিনি বলছেন না, বলছে সিএমআইই এর তথ্যকে।

অমিত মালব্য জানান, সিএমআইই এর তথ্য থেকে জানা গিয়েছে যে পশ্চিমবঙ্গের বেকারত্বের হার অক্টোবর ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে বেড়ে গিয়েছে ২১৭ শতাংশ। এই পরিসংখ্যান থেকে বলা যায় যে রাজ্যে কর্মসংস্থান এর অবস্থা কেমন। এই পরিস্থিতি থেকে রাজ্যকে রক্ষা করার জন্য একমাত্র একটা জিনিস দরকার। তা হল পরিবর্তন।

সিপিএম নেতৃত্বাধীন ৩৪ বছরের পর পতন ঘটেছিল বামফ্রন্ট সরকারের। তারপরে ক্ষমতায় এসেছিল তৃণমূল। কিন্তু দুই সুরকারের আমনে তেমন পরিবর্তন আসেনি অর্থনীতিতে। পিসির হাতে সরকার থাকলেও পরিবর্তন হয়নি যুব সমাজের। তাদের দুঃখ ঘোচেনি বললেই চলে। ২০০১-১১ সালের মধ্যে আদমশুমারি অনুসারে ৫.৮ লক্ষ থেকে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়ে হয়েছে ১০.৫ লক্ষ। এই বিষয় থেকে স্পষ্ট যে, পিসি বাংলার যুব সমাজের স্বপনকে হত্যা করেছেন। এইদিন এমনটাই লেখেন বিজেপি পর্যবেক্ষক অমিত মালব্য।

About Author