২১ বছর বয়সে এতটা সাহসী এই সুন্দরী, ছবি দেখলে চমকে যাবেন

অবনীত কৌর (Avneet Kaur) স্টাইলে অনন্য। এই অভিনেত্রীর বয়স মাত্র ২১ বছর, কিন্তু তার সাহসিকতা দেখে অনেকের হুঁশ উড়তে বাধ্য। একটা সময় শিশু শিল্পী হিসেবে পর্দায় পা রাখেন। কিন্তু, এখন…

Avatar

অবনীত কৌর (Avneet Kaur) স্টাইলে অনন্য। এই অভিনেত্রীর বয়স মাত্র ২১ বছর, কিন্তু তার সাহসিকতা দেখে অনেকের হুঁশ উড়তে বাধ্য। একটা সময় শিশু শিল্পী হিসেবে পর্দায় পা রাখেন। কিন্তু, এখন তাকে দেখলে চমকে যাবেন, সেদিনের শিশু শিল্পী এখন এতটা হট সেক্সি!

২১ বছর বয়সে এতটা সাহসী এই সুন্দরী, ছবি দেখলে চমকে যাবেন

চলতি বছরে সাই কবির পরিচালিত ‘টিকু ওয়েডস শেরু’ ছবিতে তাকে নায়িকা হিসেবে পাওয়া যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে। সেই ছোট থেকেই চুটিয়ে বিভিন্ন প্রজেক্টে কাজ করেছেন অবনীত। টেলিভিশনের বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন এই ২১ এর তনয়া।

২১ বছর বয়সে এতটা সাহসী এই সুন্দরী, ছবি দেখলে চমকে যাবেন

 

২০১০ সালে ছোট পর্দায় নাচের রিয়েলিটি শো ‘ডান্স ইন্ডিয়া ডান্স লিটল মাস্টার’ (Dance India Dance Little Master) এ পারফর্ম করেন। তখন থেকেই শুরু। পরবর্তীতে তাকে দেখা গিয়েছে ‘আলাদিন নাম তো সুনা হোগা’ সিরিয়ালে রাজকুমারী জেসমিনের চরিত্রে।

ছোটপর্দা ছেড়ে বলিউডেও পা রাখেন অবনীত। ‘মারদানি’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। ‘কারিব কারিব সিঙ্গেল’ ছবিতেও কাজ করেছেন অবনীত। এবারে, খোদ নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে কাজ করতে চলেছেন অবনীত। ছোট পর্দা বা বড় পর্দা ছাড়াও অবনীত সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট অ্যাক্টিভ। তাঁর এখনকার ছবি দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। দিন দিন অবনীত আরো হট ও বোল্ড হয়ে উঠছে।উল্লেখ্য, ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স সংখ্যা ৩২.৬ মিলিয়ন এরও বেশি। অভিনয়ের পাশাপাশি একাধিক বোল্ড ফটোশুটেও প্রায় তাকে দেখা যায় বিভিন্ন মুডে।

 

View this post on Instagram

 

A post shared by Avneet Kaur Official (@avneetkaur_13)