আজ ২১ই মে, বৃহস্পতিবার। রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।
মেষঃ আজকের দিনটি আপনার জন্য বিশেষ ভাবে শুভ হবে। বিবাহের যোগাযোগ ঘটার সম্ভাবনা রয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবৃষঃ আজ আইনি দিক থেকে সমস্যায় পড়তে পারেন। মামলার জড়িত হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে।
মিথুনঃ আজ আপনার অসৎসঙ্গের কারণে প্রবল ক্ষতি দেখা দিতে পারে। অসৎসঙ্গ এড়িয়ে চলুন।
কর্কটঃ আজ পারিবারিক দিক দিয়ে শুভ হবে। আত্মীয় সমাগম ঘটার সম্ভাবনা রয়েছে।
সিংহঃ আজকের দিনটি আপনার বিশেষ ভালো কাটবে না। কোনো কারণে অপমানিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
কন্যাঃ আজ অর্থনৈতিক দিক থেকে সমস্যায় পড়তে পারেন। ঋণ গ্রহণের সম্ভাবনা রয়েছে।
তুলাঃ আজকের দিনটি খুবই কর্মব্যস্ততার মধ্যে দিয়ে যাবে। বাড়তি দায়িত্ব নিতে হতে পারে। নিষ্ঠার সাথে পালন করুন।
বৃশ্চিকঃ আজকের দিনটি আপনার খুবই ভালো কাটবে। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পেতে পারে। মানসিক দিক দিয়ে খুবই ভালো থাকবেন।
ধনুঃ আজ আপনার প্রতিবেশীর সাথে বিবাদ ঘটতে পারে। ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়া জরুরি।
মকরঃ আজ অর্থনৈতিক দিক থেকে খুবই ভালো যাবে। সঞ্চয়ের যোগ দেখা দিতে পারে।
কুম্ভঃ আজ পারিবারিক দিক দিয়ে শুভ নয়। অপত্যহানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মীনঃ আজকের দিনটি আপনার অন্যরকম হতে চলেছে। হঠাৎ করে রমণী প্রীতি দেখা দিতে পারে।