আজ ২১শে এপ্রিল, মঙ্গলবার। নিজের রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।মেষঃ আজ আপনার জন্য বিশেষ ভাবে শুভ হবে। সুনাম লাভ করতে পারবেন আজ।বৃষঃ আজ ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। হতাশ না হয়ে পরিকল্পনা করে কাজ করুন।মিথুনঃ আজ আপনার বিপদাশঙ্কা দেখা দিতে পারে। সাবধানে থাকুন।কর্কটঃ আজ রক্তপাতের আশঙ্কা রয়েছে। সাবধানতা অবলম্বন করুন।সিংহঃ আজ শারীরিক দিক দিয়ে ভালো যাবে না। স্নায়ুরোগ দেখা দিতে পারে।কন্যাঃ আজ আপনার যানবাহনে বিপদ দেখা দিতে পারে। যানবাহন এড়িয়ে চলুন।তুলাঃ আজ আপনার খুবই ভালো যাবে। পুরস্কার প্রাপ্তি ঘটতে পারে।বৃশ্চিকঃ আজ আপনার বিশেষ কিছু প্রাপ্তির যোগ রয়েছে। মানসিক দিক দিয়ে খুবই ভালো থাকবেন।ধনুঃ আজ আপনার ধর্মে আগ্রহ বৃদ্ধি পাবে। ধর্ম বিষয়ক কাজ করতে পারেন।মকরঃ আজ আপনার দিনটি ভালো যাবে না। বিচ্ছেদ ভয় দেখা দিতে পারে।কুম্ভঃ আজ মানসিক উদ্বেগ দেখা দিতে পারে। পরিবারের সাথে সময় কাটান।মীনঃ আজ আপনি মানসিক কষ্ট পেতে পারেন। ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়া জরুরি।