Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাড়িতে বোসে আর বোর হতে হবেনা! এবার ট্রামে বসেই নিতে পারেন দুর্গা পুজোর মজা

কলকাতাঃ দেখতে দেখতে তো এসেই গেলো বাঙালীর সেরা উৎসব দুর্গাপুজো। হাতে আর মাত্র দশ দিন। ওদিকে বাইরে বেড়োলেই করোনার থাবা, প্রাণ সংশয়। ভাবছেন বাড়িতে বসে কিভাবে কাটাবেন পুজোর দিনগুলি? চলুন…

Avatar

কলকাতাঃ দেখতে দেখতে তো এসেই গেলো বাঙালীর সেরা উৎসব দুর্গাপুজো। হাতে আর মাত্র দশ দিন। ওদিকে বাইরে বেড়োলেই করোনার থাবা, প্রাণ সংশয়। ভাবছেন বাড়িতে বসে কিভাবে কাটাবেন পুজোর দিনগুলি? চলুন তাহলে দিয়েই দি একটা সুখবর! পুজোর দুই দিন আনন্দে ঘুড়তে পারেন ট্রামে।বাড়িতে বোসে আর বোর হতে হবেনা! এবার ট্রামে বসেই নিতে পারেন দুর্গা পুজোর মজাশহরের বিভিন্ন পূজোয় পৌঁছে দেবে আপনাকে, এছাড়াও পথে থাকবে বিভিন্ন ল্যান্ডমার্ক। অতএব হারিয়ে যাপ্যার ভয়ও থাকবে না। ট্রামে থাকবে ওয়াইফাই ব্যবস্থা। খুব বেশি বোর হলে খানিক্টা সময় কাটাতে পারবেন সোশ্যাল মিডিয়াতে। খিদে পেলে নিজের জন্য বাড়িত থেকে টিফিন নিয়েই যাতায়াত করতে পারেন।বাড়িতে বোসে আর বোর হতে হবেনা! এবার ট্রামে বসেই নিতে পারেন দুর্গা পুজোর মজাএমনকি একঘেয়েমি কাটানোর জন্য পছন্দসই গান বাজবে ট্রামে। তবে জ্বর আছে কি নেই তার নিশ্চয়তা দিয়েই ট্রামে উঠতে পারা যাবে। এছাড়াও একটি বিশেষ গাইড দিয়ে এই ট্রাম রুটে শহরের আশেপাশে কোথায় কোন পুজো হচ্ছে তা জানিয়ে দেওয়া হবে। করোনা বিধি মেনেই মাস্ক এবং স্যানিটাইজার অবশ্যই রাখতে হবে ট্রামে চলার জন্য। ব্যাস! তাহলেই পুজোর দিনে অনায়াসেই বেড়িয়ে পড়া যাবে।
About Author