Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দলে তিন ভারতীয়, দেখুন ২০১৯ সালের সেরা টি-টোয়েন্টি দল

২০১৯ এর আর মাত্র দুটো দিন রয়েছে। ভারতীয় দলের ক্রিকেট বর্ষও শেষ হয়ে গিয়েছে। অন্যান্য দলগুলিরও ২০১৯ এ আর কোনো টি-টোয়েন্টি ম্যাচ নেই। এছাড়া পরের বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি…

Avatar

২০১৯ এর আর মাত্র দুটো দিন রয়েছে। ভারতীয় দলের ক্রিকেট বর্ষও শেষ হয়ে গিয়েছে। অন্যান্য দলগুলিরও ২০১৯ এ আর কোনো টি-টোয়েন্টি ম্যাচ নেই। এছাড়া পরের বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরই মাঝে ক্রিকেট বিশ্লেষক হর্ষ ভোগলে ২০১৯ এর সেরা টি-টোয়েন্টি দল বেছে নিলেন। এই দলে তিন ভারতীয় ক্রিকেটারের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার দুজন এবং অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আফগানিস্তান ও শ্রীলঙ্কার একজন করে ক্রিকেটার রয়েছে।

ওপেনার হিসেবে তিনি ডেভিড ওয়ার্নার ও কে এল রাহুল কে রেখেছেন। ওয়ার্নার এ বছর আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক। আইপিএল এ একটি ও দেশের হয়ে একটি সেঞ্চুরি রয়েছে তার টি-টোয়েন্টি ক্রিকেটে। অপর ওপেনার কে এল রাহুল ৫০.৪৮ গড় সহ ১২৬২ রান করেছেন এবছর টি-টোয়েন্টিতে। তিন নম্বরে হর্ষ ভোগলে বিরাট কোহলিকে খেলাবেন যিনি এই বছর ২৪ ইনিংসে ৯৩০ রান করেছেন যার মধ্যে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দুর্দান্ত ম্যাচ জেতানো ইনিংস রয়েছে। কোহলির দীর্ঘ সময়ের আইপিএল সতীর্থ এবি ডি ভিলিয়ার্সকে চার নম্বরে নামাবেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : আইপিএল ক্রিকেটে বিগত দশ বছরে সবচেয়ে দামী ক্রিকেটার কারা কারা ছিলেন

পাঁচ নম্বরে ভোগলে কাইরন পোলার্ড কে বেছেছেন। যদিও ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার এবং গ্লেন ম্যাক্সওয়েলের মধ্যে একজনকে বাছতে তাঁকে বেশ কষ্ট করতে হয়েছে। পোলার্ডের পরে ওয়েস্ট ইন্ডিজের আরেক তারকা আন্দ্রে রাসেলকে তিনি ছয় নম্বরে পাঠাবেন। যিনি তাঁর আশ্চর্যজনক শক্তি দিয়ে এই বছরের আইপিএল মাতিয়ে দিয়েছিলেন। এই বছর রাসেল সামগ্রিকভাবে প্রায় ১০০০ রান করেছেন এবং ৪০ টি-টোয়েন্টিতে ৩৩ টি উইকেট শিকার করেছেন।

বোলিং লাইন আপঃ বোলিং লাইন আপ হর্ষ ভোগলে দুই স্পিনার এবং তিন পেসার মিশ্রনে বেছেছেন। দলে দুই স্পিনার হলেন আফগানিস্তানের মহম্মদ নবি এবং দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। নবি এই বছর ৮৭৩ রান করার পাশাপাশি ৪৭ টি টি-টোয়েন্টি ম্যাচে ৩২ উইকেট নিয়েছেন এবং তাহির এই বছর ৫১ টি টি-টোয়েন্টি ম্যাচে ৭৯ উইকেট শিকার করেছেন।

পেস বোলিং লাইন আপের জন্য, ভোগলে ক্রিস জর্ডন, লাসিথ মালিঙ্গা এবং দীপক চাহারকে বেছেছেন। জর্ডন ৩৩ ম্যাচে ৪১ টি উইকেট শিকার করেছে এবং মালিঙ্গা ২৬ ম্যাচে ৩৪ উইকেট শিকার করেছে। অন্যদিকে চাহার এই বছর ৫৫ টি টি-টোয়েন্টি উইকেট নিয়েছেন এবং বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক সহ ৭ রান দিয়ে ৬ টি উইকেট নিয়েছেন।

হর্ষ ভোগলের ২০১৯ এর সেরা টি-টোয়েন্টি একাদশ

ডেভিড ওয়ার্নার, কেএল রাহুল, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, মহম্মদ নবি, ক্রিস জর্ডন, দীপক চাহার, লাসিথ মালিঙ্গা, ইমরান তাহির

About Author