এবার প্রশ্ন হল কীভাবে বুঝবেন এটা ভুয়ো খবর? যদি কোনো নেট ইউজারের কাছেও এই ধরনের কোনও বার্তা আসে, তাহলে সেই ব্যক্তি এর সত্যতা জানতে একটি ফ্যাক্ট চেক করতে পারেন। সেই ব্যক্তিকে PIB-র মাধ্যমে সত্যতা যাচাই করতে পারেন। এর জন্য তাকে অফিশিয়াল লিঙ্ক https://factcheck.pib.gov.in/ দেখতে হবে। এছাড়াও, তিনি দেই ভিডিওটি পাঠাতে পারেন WhatsApp নম্বর +918799711259 বা email: pibfactcheck@gmail.com -এ।এই তথ্য PIB ওয়েবসাইট https://pib.gov.in-এও পাওয়া যায়। সোশ্যাল মিডিয়ার বার্তাটি সম্পূর্ণ ভুয়ো, সাধারণ মানুষ যেন সতর্ক থাকেন।#PIBFactCheck
— PIB Fact Check (@PIBFactCheck) February 10, 2020
दावा: प्रधानमंत्री कन्या आशीर्वाद योजना के तहत सभी बेटियों को मिलेगी ₹2000 की नगद राशि हर महीने ।
हकीकत: यह दावा झूठा है। केंद्र सरकार द्वारा ऐसी कोई भी योजना नहीं चलाई जा रही है|
निष्कर्ष: #FakeNews pic.twitter.com/kGqyH6LGEh
Central Government: কন্যা থাকলেই মাসে ২০০০টাকা, আপনার কাছে এই বার্তা এসেছে?
কন্যাসন্তানদের অধিকারের জন্য বিভিন্ন প্রকল্প পরিচালনা করছেন কেন্দ্রীহ সরকার। এমনকি বিভিন্ন রাজ্যে শিশুকন্যা জন্ম থেকে শুরু করে শিক্ষা এবং তাদের বিয়ে পর্যন্ত বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহযোগিতা করা হয়। তবে কিছু…

By

আরও পড়ুন