Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

2,000 Note Exchange: ২,০০০ টাকার নোট এখনও বদলানো যায়, ৯৯% মানুষ জানেন না পদ্ধতি

ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই) ২০২০ সালের ৮ নভেম্বর ২০০০ টাকার নোটটিকে চলন থেকে বাদ দেওয়ার ঘোষণা করে দেয়। সেই ঘোষণার পর থেকেই মানুষ ৭ অক্টোবর ২০২৩ পর্যন্ত ব্যাংকে গিয়ে নোটগুলো…

Avatar

ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই) ২০২০ সালের ৮ নভেম্বর ২০০০ টাকার নোটটিকে চলন থেকে বাদ দেওয়ার ঘোষণা করে দেয়। সেই ঘোষণার পর থেকেই মানুষ ৭ অক্টোবর ২০২৩ পর্যন্ত ব্যাংকে গিয়ে নোটগুলো এক্সচেঞ্জ করে নেয়। তবে, এখনও অনেকের কাছেই ২০০০ টাকার নোট রয়ে গেছে। তাদের কি তাহলে সেই টাকা নষ্ট হয়ে গেছে? না নোট পরিবর্তন করার এখনও কোনো উপায় আছে? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

২০০০ টাকার এই নোটগুলো এখনও বৈধ। এগুলো ব্যাংক বা পোস্ট অফিসের মাধ্যমে এক্সচেঞ্জ করা যাবে। আরবিআই-এর ওয়েবসাইটে বলা হয়েছে, ২০০০ টাকার নোট এখনও বৈধ। এগুলোকে যেকোনো ব্যাংক বা পোস্ট অফিসে এক্সচেঞ্জ করা যাবে। এক্সচেঞ্জের জন্য কোনো ফি দিতে হবে না। ব্যাংকে নোট এক্সচেঞ্জ করতে হলে, নোটগুলো নিয়ে যেকোনো ব্যাংকে যেতে হবে। ব্যাংকের কর্মকর্তাকে নোটগুলো দেখাতে হবে। কর্মকর্তা নোটগুলো পরীক্ষা করে নিলে এক্সচেঞ্জ করে দেবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পোস্ট অফিসে নোট এক্সচেঞ্জ করতে হলে, একটি আবেদনপত্র পূরণ করতে হবে। এই আবেদনপত্র অনলাইনেও পাওয়া যায়। আবেদনপত্রের সঙ্গে ২০০০ টাকার নোটগুলো নিয়ে পোস্ট অফিসে যেতে হবে। পোস্ট অফিসের কর্মকর্তা নোটগুলো পরীক্ষা করে নিলে এক্সচেঞ্জ করে দেবেন। আরবিআই-এর ওয়েবসাইটে আরও বলা হয়েছে, ২০০০ টাকার নোট এক্সচেঞ্জের জন্য নোটগুলোর অবশ্যই ভালো অবস্থায় থাকা প্রয়োজন। নোটগুলো যদি ছিঁড়ে যাওয়া, পুড়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থায় থাকে তাহলে এক্সচেঞ্জ করা যাবে না।

About Author