Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জন্মদিনে ডেকে ২০ জন শিশু সহ মহিলাদের গুলি এক যুবকের, উত্তপ্ত যোগী রাজ্য

উত্তরপ্রদেশ : জন্মদিনের নিমন্ত্রণে গিয়ে পণবন্দী হল২০ শিশুসহ মহিলা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফারুকাবাদে। খুনের সাজাপ্রাপ্ত এক যুবক মিথ্যে জন্মদিনের পার্টিতে ডেকে পণবন্দী করে শিশু ও মহিলাদের। এক গ্রামবাসী বন্দি মহিলা…

Avatar

উত্তরপ্রদেশ : জন্মদিনের নিমন্ত্রণে গিয়ে পণবন্দী হল২০ শিশুসহ মহিলা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফারুকাবাদে। খুনের সাজাপ্রাপ্ত এক যুবক মিথ্যে জন্মদিনের পার্টিতে ডেকে পণবন্দী করে শিশু ও মহিলাদের। এক গ্রামবাসী বন্দি মহিলা ও শিশু উদ্ধার গেলে তাকে গুলি করা হয়, জখম হয়েছেন তিনি।

অভিযুক্ত ওই যুবকের নাম সুভাষ বাথম, দু বছরের মেয়ের মিথ্যে জন্মদিনে শিশুদের ডেকে সুযোগ বুঝে আমন্ত্রিত শিশু ও মহিলাদের কে বন্দি করে সে। জন্মদিনে যাওয়া শিশু ও মহিলাদের বাড়ির লোকেরা তাদের বাড়ি ফিরতে দেরি হওয়ায় ওই অভিযুক্ত যুবকের বাড়িতে গেলে তাদের উদ্দেশ্য করে এলোপাথাড়ি ভাবে গুলি চালায় ওই যুবক।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে ওই যুবক। তিনজন পুলিশ কর্মী জখম হয়েছেন, স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। পাশের থানা থেকে পুলিশের বিশাল বাহিনী এসে ঘটনাস্থল ঘিরে রেখেছে, চলছে উদ্ধার কাজ। এই ঘটনায় গ্রামে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

About Author