Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বুধবার সকাল থেকে গুলির লড়াই কাশ্মীরে, খতম ২ জঙ্গি

ফের গুলির লড়াই কাশ্মীরে। কাশ্মীরের সোপিয়ান এলাকায় যৌথবাহিনীর সাথে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছে। বুধবার ভোর থেকে শুরু হওয়া এই গুলির লড়াইয়ে খতম ২ জঙ্গি। জানা যাচ্ছে, সোপিয়ানের সুগুতে একটি…

Avatar

ফের গুলির লড়াই কাশ্মীরে। কাশ্মীরের সোপিয়ান এলাকায় যৌথবাহিনীর সাথে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছে। বুধবার ভোর থেকে শুরু হওয়া এই গুলির লড়াইয়ে খতম ২ জঙ্গি। জানা যাচ্ছে, সোপিয়ানের সুগুতে একটি বাগানের মধ্যে লুকিয়ে ছিল ওই দুই জঙ্গি। বিশেষ সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনার একটি দল। সেখানেই এনকাউন্টারে মৃত্যু হয় দুই জঙ্গির। এলাকায় আরও কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে বলে মনে করছে যৌথবাহিনী। তাদের খোঁজে তল্লাশি চালানো শুরু হয়েছে।

বুধবার ভোরেই বিশেষ সূত্রে খবর যায় কাশ্মীর পুলিশের কাছে। সোপিয়ানের একটি আপেল বাগানের মধ্যে লুকিয়ে আছে দুই জঙ্গি। খবর পাওয়া মাত্রই যৌথবাহিনীর একটি দল গিয়ে আপেল বাগানটি ঘিরে ফেলে। এই অবস্থা থেকে পালানো সম্ভব ছিলনা জঙ্গিদের পক্ষে। এরপরই তারা গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেওয়া হয় বাহিনীর তরফেও। গত কয়েকমাসে কাশ্মীরে বেড়েছে জঙ্গি আক্রমণের ঘটনা। সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টায় আছে জঙ্গিরা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এর আগে সোপিয়ানেই রবিবার এবং সোমবার যৌথবাহিনীর দুটি এনকাউন্টারে মৃত্যু হয় ৯ জঙ্গির। এই ৯ জন হিজবুল মুজাহিদিন এবং জইশ-ই-মহম্মদের আতঙ্কবাদী ছিল বলে জানা গিয়েছিল। সোমবারের পর বুধবার আবার ওই একই এলাকায় এনকাউন্টারে মারা গেলো দুই জঙ্গি। গত চারদিনে এই নিয়ে মোট ১১ জন জঙ্গিকে খতম করলো যৌথবাহিনী। কাশ্মীর পুলিশের এক কর্তা জানিয়েছেন, “বিশেষ সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। দুই জঙ্গিকে চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছিল, ফলে তাদের পালানোর কোনো পথ ছিলনা। বুধবার ভোর থেকেই শুরু হয় এনকাউন্টার।”

About Author