Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অসমের বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে প্রাণ গেল দুই দমকলকর্মীর

গত দুই সপ্তাহ ধরে গ্যাস লিক হচ্ছিল অসমের তিনসুকিয়ার তেলের কুয়ো থেকে। গতকাল সেখানে আগুন লাগে। সেই তেলের কুয়োর আগুন নেভাতে গিয়ে প্রাণ গেলো দুই দমকলকর্মীর। জানা যাচ্ছে, দমকলের ওই…

Avatar

গত দুই সপ্তাহ ধরে গ্যাস লিক হচ্ছিল অসমের তিনসুকিয়ার তেলের কুয়ো থেকে। গতকাল সেখানে আগুন লাগে। সেই তেলের কুয়োর আগুন নেভাতে গিয়ে প্রাণ গেলো দুই দমকলকর্মীর। জানা যাচ্ছে, দমকলের ওই দুই কর্মী গত ২৪ ঘন্টা ধরে নিখোঁজ ছিলেন। বুধবার সকালে তাদের মৃতদেহ পাশের একটি জলাশয় থেকে পাওয়া যায়। ওই অগ্নিনির্বাপণকর্মীরা অয়েল ইন্ডিয়া লিমিটেডের কর্মী বলে জানা যাচ্ছে। তিনসুকিয়ার পুলিশ সুপার জানাচ্ছেন, “আমাদের সন্দেহ ওই কর্মীরা আগুন লাগার পর নিজেদের বাঁচাতে জলে ঝাঁপ দেয়। আমরা আরও তথ্যের জন্য অপেক্ষা করছি।” মৃত দুজনের নাম টেকেশ্বর গোহাই এবং দুর্লভ গগৈ। পুলিশ সুপার আরও জানিয়েছেন “মৃতদেহ উদ্ধার করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।”

গতকাল ওই তৈল কূপে আগুন লাগার পর জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, ভারতীয় বায়ুসেনা এবং সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয়। কিন্তু ২৪ ঘন্টা কেটে গেলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। বুধবার সকালেও ওই এলাকায় ১০ কিলোমিটার দূরে থেকে আগুনের শিখা দেখা যাচ্ছে বলে খবর। তেলের কূপে এই অগ্নিকাণ্ডের ফলে এলাকার জীব বৈচিত্র্যে বিরাট প্রভাব পড়েছে। প্রবল ক্ষতির মুখে পড়েছে ওই এলাকার জীব বৈচিত্র্য। চাষের জমি, চা বাগানও এই আগুনের ফলে ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অসম সরকার জানিয়েছে, এই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে এখনো ২৫ দিন সময় লাগতে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পরিবেশ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই আগুন লাগার ফলে স্থানীয় জীব বৈচিত্রের প্রবল ক্ষতি হবে। তিনসুকিয়ার ওই তেলের কূপের কয়েক কিলোমিটারের মধ্যেই আছে মাগুরি বিল, যা গাঙ্গেয় ডলফিনের বাসস্থান। তেলের কূপের থেকে ক্রমাগত গ্যাস লিক করলে তা এই প্রাণীদের উপর প্রভাব ফেলতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

About Author