Today Trending Newsদেশনিউজপলিটিক্স

আরও বড় আকারে কৃষক আন্দোলন! ১৮ ফেব্রুয়ারি ‘রেল রোকো’-র ডাক দিল কৃষক সমন্বয় কমিটি

Advertisement
Advertisement

নয়াদিল্লি: আগামী ১৮ ফেব্রুয়ারি (February) দেশ জুড়ে ‘রেল রোকো’। প্রায় ৩ মাস ধরে চলছে কৃষক আন্দোলন। এই আবহে ২০২১ সালের বাজেটে (Budget) কেন্দ্রের মোদি সরকার (Central Govt) নিজেদের কৃষক (Farmers) দরদি ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করেছিল। কেন্দ্রীয় বাজেটের ভূয়সী প্রশংসা করে জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী (Prime Minister) বলেছিলেন, ‘এই বছর বাজেটে গ্রাম (Villege) এবং কৃষকদের চাহিদাকে তুলে ধরা হয়েছে। কৃষি ক্ষেত্রের উন্নয়ন আর কৃষকদের আয় বাড়াতে এই বাজেটে পরিকল্পনা রয়েছে।’

Advertisement
Advertisement

আর মদ্দেই সাধারণতন্ত্র দিবসের হিংসার ঘটনা কৃষকদের আন্দোলনকে দুর্বল করেছে। দেশজুড়ে কলুষিত হয়েছে আন্দোলনকারীদের ভাবমূর্তি। আর তাই গান্ধীজির মৃত্যুবার্ষিকীতে অহিংসার পথে ফিরেছিলেন  কৃষকরা। সেই দিন গোটা দিন তাঁরা পালন করলেন  ‘সদ্ভাবনা দিবস’। সরকার নানা ভাবে এই আন্দোলনকে প্রশমিত করারা চেষ্টা করেছে কিন্তু তাতে সফল হয়নি।

Advertisement

কৃষকরা তাঁদের দাবিতে অনড় থেকেছেন এবং কখনো জাতীও শরক ও অন্যান্য আন্দলোনের পর এবার তাঁরা কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে  এবং কৃষক আন্দোলনকে যে ভাবে নরেন্দ্র মোদীর সরকার ‘কালিমালিপ্ত’ করার চেষ্টা করছে এবং দমন-পীড়ন নামিয়ে আনছে, তার প্রতিবাদে দেশ জুড়ে আগামী ১৮ ফেব্রুয়ারি ‘রেল রোকো’ কর্মসূচির ডাক দিল কৃষক সংগ্রাম সমন্বয় কমিটি।

Advertisement
Advertisement

ওই দিন জেলায় জেলায় রেল অবরোধ কর্মসূচিতে শামিল হওয়ার জন্য ছাত্র, যুব ও মহিলা-সহ গণতান্ত্রিক সব সংগঠনের কাছে আহ্বান জানিয়েছেন কৃষক নেতারা। আন্দোলন চলাকালীন যাঁদের মৃত্যু হয়েছে, তাদের স্মরণে ১৪ ফেব্রুয়ারি ‘শহিদ দিবস’ও হবে। সে দিন সর্বত্র মোমবাতি জ্বালানো, শহিদ বেদি নির্মাণ, নীরবতা পালন, মিছিল-সহ নানা কর্মসূচি হবে বলে জানিয়েছে সমন্বয় কমিটির রাজ্য শাখা।

Advertisement

Related Articles

Back to top button