আজ 16-ই অক্টোবর বুধবার, জ্যোতিষ শাস্ত্রের মতে রাশি অনুযায়ি প্রত্যেক ব্যক্তির এক একটি দিন এক এক রকম হয়। আজকের দিনটি কোন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে খুবই শুভ আর কোন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে খুবই অশুভ তা জেনে নিন..মেষ: কর্মে অগ্রগতি হবে।বৃষ: গৃহ সংস্কারে ব্যয় হবে।মিথুন: সন্মান হানি হবে।কর্কট: শ্রমিক অশান্তি দেখাদেবে।সিংহ: গবেষকদের ক্ষেত্রে আজকের দিনটি খুবই শুভ।কন্যা: শত্রুর মোকাবিলা।তুলা: বিরক্তিভাব প্রকাশ পাবে।বৃশ্চিক: সমস্যার সমাধান হবে।ধনু: ব্যাধির পুনরাক্রমণ হবে।মকর: পরার্থে ক্ষতি হবে।কুম্ভ: লোক বল বৃদ্ধি পাবে।মীন: সুরক্ষার চিন্তা হবে।