আজ ১৬ই এপ্রিল, বৃহস্পতিবার। জেনে নিন নিজের রাশিফল সম্পর্কে।
মেষঃ আজ আপনার নবপ্রচেষ্টার যোগ রয়েছে। নতুন কাজের জন্য চেষ্টা করতে পারেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবৃষঃ আজ আপনার জন্য বিশেষ ভাবে শুভ হবে। শারীরিক উন্নতির যোগ রয়েছে।
মিথুনঃ আজকের দিনটি আপনার জন্য খুব একটা ভালো যাবে না। শত্রুতা বৃদ্ধি পেতে পারে।
কর্কটঃ আজ আপনার অপরের সাথে মতানৈক্য দেখা দেবে।
সিংহঃ আজ আপনার গীতবাদ্যের প্রতি অনুরাগ দেখা যাবে।
কন্যাঃ আজকের দিন আপনার জন্য খুবই ব্যয়বাহুল্য হবে। পরিকল্পনা করে কাজ করুন।
তুলাঃ আজ আপনার বুদ্ধিভ্রম দেখা দিতে পারে। ভেবেচিন্তে পদক্ষেপ নিন।
বৃশ্চিকঃ আজ শারীরিকভাবে সমস্যা দেখা দিতে পারে। অর্শরোগে কষ্ট পেতে পারেন।
ধনুঃ আজ পারিবারিক দিক দিয়ে শুভ নয়। ভাতৃবিরোধ দেখা দিতে পারে।
মকরঃ আজকের দিনটি আপনার ভালো যাবে না। অবসাদ দেখা দিতে পারে।
কুম্ভঃ আজ আপনার বৃথা ব্যয় দেখা দিতে পারে। পরিকল্পনা করে খরচ করা জরুরি।
মীনঃ আজ আপনার আত্মগ্লানি দেখা দিতে পারে। পরিবারের সাথে সময় কাটান।