Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শিয়ালদা রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত ১৫ টি গরু

ট্রেনের ধাক্কায় গবাদিপশু মারা যাওয়ার ঘটনা নতুন নয়। আবারো ওই একই ঘটনা ঘটল নয়াদিল্লি থেকে শিয়ালদা গামী রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মারা গেল ১৫ টি গরু। ঘটনাটি ঘটে বারহান স্টেশনের সামনে।…

Avatar

ট্রেনের ধাক্কায় গবাদিপশু মারা যাওয়ার ঘটনা নতুন নয়। আবারো ওই একই ঘটনা ঘটল নয়াদিল্লি থেকে শিয়ালদা গামী রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মারা গেল ১৫ টি গরু। ঘটনাটি ঘটে বারহান স্টেশনের সামনে। এর ফলে ১৩ টি ট্রেন দেরিতে চলছে। এর আগেও এমন ঘটনা অনেকবার ঘটেছে। এই ঘটনা যাতে না ঘটে সে জন্য অনেক পদক্ষেপ নিয়েছিল কর্তৃপক্ষ কিন্তু তাতে কোনোভাবেই লাভ হয়নি। বারবার দুর্ঘটনার কবলে পড়ে এই অবলা পশুগুলো।

নভেম্বর মাসে ট্রেনের ধাক্কায় মারা গেছে প্রায় ৭২ টি গবাদি পশুর মৃত্যু ঘটেছে। ফিরোজাবাদ, আলিগড়, বুলন্দশহর, গৌতম বুদ্ধ নগর প্রভৃতি। এর আগেও ১৯৩ টি গবাদিপশু ট্রেনের ধাক্কায় মারা গিয়েছিল। যার জেরে প্রায় ৪০০ বেশি ট্রেন দেরিতে চলেছিল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : ২০২৪ সালের মধ্যে ভারতের অর্থনীতি শক্তিশালী, পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জনযোগ্য : নরেন্দ্র মোদী

তবে দুর্ঘটনা এড়ানো কিছুতেই সম্ভব হচ্ছে না। প্রায় তিন হাজার গবাদিপশুকে রেলওয়ে ট্র‍্যাক থেকে দূরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলেও। এই ঘটনার পরিবর্তন নেই। কিন্তু বারবার কেন এই অবলা পশু গুলিকে প্রাণ দিতে হবে? আর তারা কেনই বারবার রেলওয়ে ট্র‍্যাকের উপরে চলে আসে? এর কারণ হিসেবে বলা যেতে পারে রেলওয়ে ট্র‍্যাক এর কাছাকাছি আবর্জনার স্তুপ থাকে, আর সেইখানে খাবারের লোভে চলে আসে গবাদিপশুরা।

About Author