ইয়েস ব্যাংকের সংকটে যখন কিছুটা দিশেহারা ভারতের অর্থনীতি, তখনই সবাইকে অবাক করে নিজেদের নেটওয়ার্ক আরও মজবুত করলো বন্ধন ব্যাংক। সারা দেশে নতুন করে খোলা হলো বেশ কিছু শাখা ও আউটলেট। সারা দেশের ১৫ টি রাজ্যে নতুন করে আরও ১২৫ টি আউটলেট খুলল তারা। যার ফলে বর্তমানে দেশ জুড়ে ৪৪১৩ টি আউট হলো বন্ধন ব্যাংকের। নতুন শাখাও বাড়ানো হলো। আগের ১০১০ টি শাখা থেকে বাড়িয়ে এখন মোট শাখা ১০১৩ টি করা হলো।
বন্ধন ব্যাংক যে সমস্ত ইউনিটে কাজ করে তার মধ্যে অন্যতম হলো ব্যাংকিং পরিষেবা। ব্যাংকের মোট ইউনিটের মধ্যে ৩২০৬ টি ব্যাংকিং ইউনিট। হোম লোন সার্ভিস সেন্টার ১৯৫ টি। দেশের ৩৬ টি কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্যের মধ্যে ৩৪ টিতেই রয়েছে বন্ধন ব্যাংকের নেটওয়ার্ক। ব্যাংকের নতুন শাখা খোলার ব্যাপারে এতদিন যে নিষেধাজ্ঞা ছিল তা সম্প্রতি তুলে নিয়েছে। যার ফলে বিভিন্ন রাজ্যে নতুন নতুন শাখা খোলার সুযোগ পেয়েছে ব্যাংকিং সংস্থাগুলো।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবন্ধন ব্যাংকের তরফে জানানো হয়েছে, উত্তরপ্রদেশে ৪২ টি, রাজস্থানে ২৯ টি, মধ্যপ্রদেশে ১২ টি, অন্ধ্রপ্রদেশে ৭ টি, তেলেঙ্গানায় ৭ টি, বিহার ৬ টি, ছত্তিশগড় ৫ টি, ওড়িশায় ৪ টি, তামিলনাড়ুতে ৩ টি, উত্তরাখণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র ও আসামে ২ টি করে এবং দিল্লি ও পশ্চিমবঙ্গে ১ টি করে আউটলেট খোলা হয়েছে। প্রায় ৫৫ হাজার কোটির আমানত যুক্ত বন্ধন ব্যাংক বর্তমানে প্রায় ২ কোটি মানুষের কাছে তাদের পরিষেবা পৌঁছে দিচ্ছে।