Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এর চেয়ে কম দামে আর বাইক পাবনে না, উপরন্তু মাইলেজ দেবে ৮০ কিলোমিটার – BIKE NEWS

অটোমোবাইল সেক্টরের বাইক কোম্পানিগুলো তাদের বাইককে আপগ্রেড করে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে ব্যস্ত। এমন পরিস্থিতিতে হিরো তার প্যাশন প্রো বাইকটিকে আরও কিলার চেহারা দিয়ে বাজারে এনেছে। আপনিও যদি…

Avatar

অটোমোবাইল সেক্টরের বাইক কোম্পানিগুলো তাদের বাইককে আপগ্রেড করে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে ব্যস্ত। এমন পরিস্থিতিতে হিরো তার প্যাশন প্রো বাইকটিকে আরও কিলার চেহারা দিয়ে বাজারে এনেছে। আপনিও যদি ১২৫ সিসির বাইক নিতে চান, তাহলে হিরো প্যাশন প্রো এর এই মডেলটি আপনার জন্য ভালো হতে চলেছে। আসুন জেনে নেওয়া যাক হিরোর এই দুর্দান্ত বাইকটির ফিচার ও মাইলেজ সম্পর্কে। হিরো প্যাশন প্রো ১২৫ এর এই বাইকটিতে আপনি দেখতে পাবেন একটি শক্তিশালী ইঞ্জিন। হিরো প্যাশন প্রো ১২৫ এর এই দুর্দান্ত বাইকটিতে আপনাকে দেওয়া হচ্ছে ১২৫ সিসির একটি ইঞ্জিন।

হিরো কোম্পানি এখনও এই বাইকটির কোনও লঞ্চ এর তারিখ প্রকাশ করেনি। ২০২৩ সালের শেষ নাগাদ বাজারে দেখতে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আপনি যদি বাইক পছন্দ করেন, তাহলে একটু অপেক্ষা করে জন্য। তাহলে আপনি একেবারে নতুন হিরোর প্যাশন প্রো ১২৫ সিসি বাইকটি বাড়িতে নিয়ে আসতে পারেন। হিরো প্যাশন প্রো ১২৫ এর এই বাইকটিতে আপনি অনেক নতুন আপডেট দেখতে পাবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

হিরো প্যাশন প্রো ১২৫ এর এই বাইকটিতে সেরা মাইলেজ দেওয়া হচ্ছে। প্রতি লিটারে ৭০ কিলোমিটার মাইলেজ প্রদান করতে পারে। বাইকের রেঞ্জ অনুযায়ী খুব ভালো মাইলেজ। এ ছাড়া আপনি যদি এই বাইকটি ধীর গতিতে এবং স্মার্টভাবে চালান, তাহলে প্রতি লিটারে ৭৫ থেকে ৮০ কিলোমিটার মাইলেজও পেতে পারেন। বিলাসবহুল এই বাইকটির বাজার মূল্য হতে পারে ৭৩ হাজার ৯০০ টাকা। যদিও এই অনেকের কাছে খুব বেশি মনে হবে। অন্য কোনো বাইকের সঙ্গে তুলনা করলে বুঝতে পারবেন ১২৫ সিসি ইঞ্জিনের বাইক এর চেয়ে ভালো দামে পাওয়া যাবে না।

About Author