Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লাগাতার বৃষ্টি, নেপালে ভয়ানক ভূমিধসে চাপা পড়ে মৃত ১২, নিখোঁজ বহু

নেপালঃ ২০১৫র ভুমিকম্পের সেই ভয়ানক দিন এখনো মন থেকে মোছেনি দেশের সাধারণ মানুষদের।  সেই স্মৃতি উস্কে দিয়ে আরো একবার ভূমিধসে ভেসে গেলো নেপালের সিন্ধুপালচক জেলার একটি এলাকা। এই ঘটনায় এখনো…

Avatar

নেপালঃ ২০১৫র ভুমিকম্পের সেই ভয়ানক দিন এখনো মন থেকে মোছেনি দেশের সাধারণ মানুষদের।  সেই স্মৃতি উস্কে দিয়ে আরো একবার ভূমিধসে ভেসে গেলো নেপালের সিন্ধুপালচক জেলার একটি এলাকা। এই ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ জনের এবং নিখোঁজ ২১ জন। ১২ জনের দেহ উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে ৭ জনই মহিলা। চলতি বছরের বর্ষায় প্রবল বৃষ্টি এবং মাটি ধসে মৃত্যু হয়েছে ২৪৯ জনের। তার মধ্যে এখনো নিখোঁজ ৪৯।বিগত কয়েক দিন ধরেই নেপাল তিব্বত সীমানার লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত একাধিক এলাকা।  তার মধ্যে প্রশাসন ২৪৭টি ঘরকে বিপজ্জনক বলে ঘোষণা করেছে। তার মধ্যে গোটা জেলাতেই শনিবার প্রবল বৃষ্টি হয়।ফলে ঐদিন রাতেই বরহাবিসে পুরসভার বীরখারা এলাকার ১৫টি বাড়ির ওপরে বিশাল কাদা মাটির স্তূপ এসে পড়ায় ওইসব বাড়িঘর চাপা পড়ে যায় তাতেই মানুষ আহত হয় আর নিখোঁজদের এখনও তল্লাশি চালানো হচ্ছে। 
About Author