Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এবার শাহ সফরে বিজেপিতে যোগ দিতে পারেন আরও ১২ জন হেভিওয়েট নেতা, তৈরি হয়ে গিয়েছে তালিকা

নয়াদিল্লি: ভোট (Election) যতই এগোচ্ছে তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে (BJP) যোগদানের তালিকা আরও লম্বা হচ্ছে। তবে এবার সেই যোগদানের তালিকায় কারা? অমিত শাহর (Amit Shah) বঙ্গ (Westbengal) সফরের আগে এখন…

Avatar

নয়াদিল্লি: ভোট (Election) যতই এগোচ্ছে তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে (BJP) যোগদানের তালিকা আরও লম্বা হচ্ছে। তবে এবার সেই যোগদানের তালিকায় কারা? অমিত শাহর (Amit Shah) বঙ্গ (Westbengal) সফরের আগে এখন সেই প্রশ্ন নিয়েই চর্চা রাজ্য রাজনীতিতে। ডিসেম্বরের (December) শুরুতেই রাজ্যে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন, শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari) সহ তৃণমূলের সাংসদ সহ একাধিক বিধায়কেরা।

জানুয়ারির ৩০ ও ৩১ তারিখ আবারও রাজ্য সফরে আসছেন, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আর তাতেই আবারও তৃণমূল ছেড়ে বিজেপিতে একগুচ্ছ নেতার যাওয়ার অসম্ভবনা বাড়ছে। অন্যদিকে ফেব্রুয়ারীতেই বাংলায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা দেখছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল। আর তার আগেই স্বাভাবিক ভাবেই ঘাসফুল ছেড়ে পদ্মফুলে পা বাড়াচ্ছেন বেশকিছু কিছু তৃণমূল নেতা। আর তা নিয়েই চলছে জোর জল্পনা। কারা কারা রয়েছেন সেই তালিকায়? চলুন দেখেনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিজেপি সূত্রে খবর, এই সভায় তাদের দলে যোগ দিতে পারেন মোট ১২ জন হেভিওয়েট তৃণমূল নেতা। তাঁরা হলেন, জিতেন্দ্র তিওয়ারি, সাধন পান্ডে, আবির বিশ্বাস, সিএস জাটুয়া, বিশ্বনাথ পারিয়াল, দিলীপ জাটুয়া, প্রতিমা মন্ডল, আফরিন আলি, বৈশালী ডালমিয়া, শংকর সিং এবং বিধায়ক প্রবীর ঘোষাল, রাজীব ব্যানার্জী। যদিও এবিষয়ে শাসকদল দাবি করেছে, একজন-দু’জন গেলে কিছু যায় আসে না। দল সংগঠিত রয়েছে। তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের ফেসবুক পোস্ট নিয়ে জল্পনা শুরু হলেও পরে তিনি জানিয়ে দেন বিজেপিতে যোগদানের কোনও প্রশ্নই নেই। তৃণমূলের সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে শতাব্দীকে। বেসুরো শাসকদলের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ও অবশ্য দলের পদযাত্রায় অংশ নিয়েছেন।

About Author