Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সোশ্যাল মিডিয়ায় বিশাল মাছের ভিডিও, মুহুর্তের মধ্যে ভাইরাল

আজকাল ভাইরাল ব্যাপারটা ভীষণই কমন। প্রতিভা, সৃষ্টি তুলে ধরার এক মাধ্যম, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক সাধারণ মানুষের মাছ ধরার ভিডিও ভাইরাল হয়েছে৷ সাদা লুঙ্গি , গায়ে সাদা পাঞ্জাবি, মাথায় ফৈয়জ…

Avatar

আজকাল ভাইরাল ব্যাপারটা ভীষণই কমন। প্রতিভা, সৃষ্টি তুলে ধরার এক মাধ্যম, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক সাধারণ মানুষের মাছ ধরার ভিডিও ভাইরাল হয়েছে৷ সাদা লুঙ্গি , গায়ে সাদা পাঞ্জাবি, মাথায় ফৈয়জ টুপি পরিহিত ওই ব্যক্তির হাতে সাদা একটা প্লাস্টিকের থলেতে মাছ ধরার সরঞ্জাম নিয়ে ওই ব্যক্তি নদির ধারে এসে বসে একেবারে অন্যরকম ভঙ্গিতে মাছ ধরছেন।

প্রথমে তিনি নাড়িভুঁড়ি দিয়ে মাছের চারা বানিয়ে বড়শিতে গেঁথে সেটা জলে নামিয়ে দিয়ে চারদিকে সুতোয় প্লাস্টিক জড়িয়ে বিভিন্ন জায়গায় গেঁথে দিলেন তার কিছুক্ষণ পর ১২ কেজির ভালুগা মাছটিকে তুলে নিলেন ওই ব্যক্তি৷

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : দিনে প্রায় ৩০০ মানুষের মুখে ভাত তুলে দেয় এই মানুষটি

প্রায় ৩২৫ টাকা কেজির ওই মাছ ধরেই ভাইরাল হলেন ব্যক্তি ,ভিডিওটি এখনো পর্যন্ত প্রায় পনেরো লক্ষ মানুষ দেখেছে। বর্তমান সময়ে ডিজিটাল দুনিয়াই এক নিমেষেই মানুষের ক্রিয়াকলাপ ভাইরাল হয়ে যায়, পৌছে যায় লক্ষ লক্ষ মানুষের কাছে।

About Author