Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শক্তি বৃদ্ধি হল ভারতীয় সেনার, যুক্ত হতে চলেছে ১১৮টি অর্জুন ট্যাঙ্ক

নয়াদিল্লি: শক্তি বৃদ্ধি ভারতীয় সেনার (Indian Army), এবার ১১৮ টি অর্জুন ট্যাঙ্ক (Arjun Tank) যুক্ত হতে চলেছে সেনাতে। গতকাল, মঙ্গলবার (Tuesday)এই ট্যাঙ্কের ছাড়পত্র দিল  প্রতিরক্ষা মন্ত্রক। গত বছরই ১৮টি ট্যাঙ্ক…

Avatar

নয়াদিল্লি: শক্তি বৃদ্ধি ভারতীয় সেনার (Indian Army), এবার ১১৮ টি অর্জুন ট্যাঙ্ক (Arjun Tank) যুক্ত হতে চলেছে সেনাতে। গতকাল, মঙ্গলবার (Tuesday)এই ট্যাঙ্কের ছাড়পত্র দিল  প্রতিরক্ষা মন্ত্রক। গত বছরই ১৮টি ট্যাঙ্ক বানানোর জন্য চেন্নাইয়ের (Chennai) কমব্যাট ভেহিকলস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এসট্যাবলিশমেন্ট বা সিভিআরডিইকে বরাত দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

এই ট্যাঙ্ক এর ওজন ৬৮ টন আর যে কোন আবহাওয়াতে এই অর্জুন কাজ করতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ট্যাংকটিতে রয়েছে ১২০ মিলিমিটার রাইফেলড গান। রয়েছে পিকেটি ৭.৬২ মিমি ককশিয়াল মেশিন গান।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রয়েছে এনএসভিটি ১২.৭ মেশিন গান। অর্জুন মার্ক ১ এ ট্যাংকে লাগানো রয়েছে এক্সপ্লোসিভ রিঅ্যাক্টিভ আর্মার। কোনও বিস্ফোরক যদি অর্জুন মার্ক ১ এ ট্যাংককে উড়িয়ে দেওয়া চেষ্টা করে, তবে তা প্রতিহত করতে সক্ষম এই ট্যাংক। ফলে ভারতীয় স্থল সেনাতে অর্জুনের সংজোজন আরও বেশি শক্তিশালী করল সেকথা বলার অপেক্ষা রাখে না।

About Author