রাজ্যের করোনা সংক্রমিত এলাকাগুলোকে ৩ টি ভাগে ভাগ করা হয়েছে। এই ৩ টি ভাগ হল- হটস্পট জোন, ক্লাস্টার জোন, কনটেইনমেন্ট জোন। রাজ্য সরকারের পক্ষ থেকে পুরসভার ৫৬ টি ওয়ার্ডের ১১২ টি রাস্তাকে কনটেইনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করেছে।
হটস্পট জোন হল যেসব এলাকাতে করোনা সংক্রমণের সংখ্যা অনেক বেশি। আর যেসব জায়গাতে ৫-৬ জন করোনা রোগীর সন্ধান পাওয়া গেছে সেটি হল ক্লাস্টার জোন। যেসব জায়গাতে ১-২ জন করোনা আক্রান্ত পাওয়া গেছে সেটিকে বলা হয় কনটেইনমেন্ট জোন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকনটেইনমেন্ট এলাকাগুলিতে সংক্রমণ কম হলেও এই এলাকাগুলিতে বিশেষ গুরুত্ব দেবে সরকার। যে ৫৬ টি ওয়ার্ড কনটেইনমেন্ট জোনের অন্তর্গত, সেগুলি হল- ১, ৩, ৫, ৬, ৯, ১৪, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৭, ২৮, ২৯, ৩৫, ৩৬, ৩৭, ৩৯, ৪১, ৪৩, ৪৪, ৪৮, ৫৪, ৫৬, ৫৯, ৬০, ৬২, ৬৪, ৬৫, ৬৬, ৬৮, ৬৯, ৭০, ৭২, ৭৩, ৭৪, ৭৫, ৭৭, ৭৮, ৮১, ৮২, ৮৪, ৮৫, ৮৭, ৮৮, ১০৯, ১১০, ১১১, ১২৩, ১৩৪, ১৩৫, ১৩৮, ১৪১।