ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

দিনে ২১ টাকা বিনিয়োগ করে ১১০ শতাংশ রিটার্ন, এলআইসি দিচ্ছে দারুন সুযোগ

বহু বছর ধরেই গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে একের পর এক প্রকল্প নিয়ে আসছে লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া

Advertisement
Advertisement

ভারতের বাজারে এখন বহু বীমা এখনো ভারতবাসী আস্থা রাখেন এলআইসি সংস্থার উপরে। বেসরকারি বীমা সংস্থার ভিড়ে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের উপরে ভরসা করেন এখনো বহু বিনিয়োগকারী। এই কারণ এই মুহূর্তে দেশে এলআইসির কোন বিকল্প নেই। সম্প্রতি নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের জন্য তাই এলআইসি নিয়ে চলে এসেছে একটি নতুন প্রকল্প যেখানে মাত্র ২১ টাকা বিনিয়োগ করলে আপনারা পেয়ে যাবেন ১১০% রিটার্ন। এলআইসির এই বিশেষ প্রকল্পের নাম রাখা হয়েছে ভাগ্যলক্ষ্মী প্রকল্প এবং কম বিনিয়োগে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ জমানোর জন্য এটি সবথেকে ভাল প্রকল্প।

Advertisement
Advertisement

এলআইসি ভাগ্যলক্ষী প্ল্যান একটি নন লিঙ্ক, ব্যক্তিগত মাইক্রো ইন্সুরেন্স টার্ম প্ল্যান। এখানে বিনিয়োগ করলে, মেয়াদ পূর্তির পর আপনারা ১১০ শতাংশ রিটার্ন পেয়ে যাবেন। আপনি বিভিন্ন সময়ের জন্য এই বীমা পলিসি কিনতে পারেন। এই প্রকল্পের ন্যূনতম বীমাকৃত অংকটা ৫০ হাজার টাকা। আর সর্বোচ্চ অঙ্ক ২ লক্ষ টাকা। প্ল্যান কেনার বয়স ৮ বছর থেকে ৪২ বছর পর্যন্ত। আর প্রিমিয়াম পরিষদের ন্যূনতম সময়কাল ৫ বছর। প্রিমিয়াম পরিশোধ করার সর্বোচ্চ সময়কাল ১৩ বছর। পলিসির মেয়াদ প্রিমিয়াম পেমেন্টের মেয়াদের থেকে ২ বছর বেশি। এই প্লানের সর্বোচ্চ পরিপক্কতার বয়স ৬৫ বছর।

Advertisement

যদি কোন ব্যক্তি ২০ বছর বয়সে ১৫ বছরের জন্য এলআইসি ভাগ্য লক্ষ্মী প্ল্যান কিনতে চান তবে সেই পরিস্থিতিতে তাকে ১৩ বছর পর্যন্ত প্রিমিয়াম দিতে হবে। যদি আপনার বীমার পরিমান ২ লাখ টাকা হয় তাহলে প্রতি ১ হাজার টাকার জন্য আপনারা ৩৭.২০ টাকা করে প্রিমিয়াম দেবেন। এক্ষেত্রে আপনার প্রিমিয়াম হবে বছরে ৭,৪৪০ টাকা। এমন পরিস্থিতিতে আপনাকে একদিন মাত্র ২১ টাকা খরচ করতে হবে এবং আপনি ১৫ বছরের মেয়াদ পূর্তিতে ২ লক্ষ টাকা পুরোটাই রিটার্ন পাবেন। আপনার বিনিয়োগ করা টাকার ১১০% পরিমাণ এই রিটার্ন। তাই আর বেশি দেরি না করে আপনার বাড়ির কাছাকাছি যেকোনো LIC শাখায় গিয়ে এই পলিসি কিনে ফেলতে পারেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button