নিউজ

মাত্র ১১ বছর বয়সে মাস্ক বানিয়ে চমকে দিল এই মেয়ে, টুইট করে প্রশংসা প্রিয়াঙ্কা গান্ধীর

Advertisement
Advertisement

করোনা সংক্রমণে জর্জরিত গোটা দেশ। প্রতিরোধে ব্যবহৃত মাস্ক, স্যানিটাইজার ও গ্লাভস এর আকাল দেখা দিয়েছে সর্বত্র। যদিওবা কোথাও পাওয়া যাচ্ছে তা বিক্রি করা হচ্ছে চড়া দামে। এই পরিস্থিতিতে বারাণসীর মেয়ে অনন্যা মাত্র ১১ বছর বয়সেই মাস্ক বানিয়ে চমকে দিয়েছে সবাইকে। অনন্যা পঞ্চম শ্রেণির ছাত্রী, বারাণসীর মুর্জা মুরাদ অঞ্চলে বাড়ি তার।

Advertisement
Advertisement

লকডাউনের ফলে বন্ধ রয়েছে তার স্কুল। বাড়িতে বসে ভাইয়ের সহায়তায় সে তৈরি করছে মাস্ক। সে জানিয়েছে, করোনার প্রকোপ যদি কমেও যায় তবুও সে মাস্ক তৈরি করবে। ফলে গরীব মানুষেরা দূষণ থেকে বাঁচার জন্য কম দামে সেগুলি ব্যবহার করতে পারবে। সে জানায়, যদিও সে জানে না ভবিষ্যতে সে কী হবে তবে বর্তমান পরিস্থিতিতে সকলের উচিত করোনা ভাইরাস প্রতিরোধে নিজের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাওয়া।

Advertisement

Advertisement
Advertisement

এই খুদে মেয়ের উদ্যোগকে কুর্নিশ জানিয়ে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী টুইট করে লেখেন, “অনন্যা তুমি যা করছো সেটাই আসল দেশভক্তি। তোমার মতো আরও অনেক ভারতীয় করোনার বিরুদ্ধে লড়াইয়ে নিজের নিজের ভূমিকা পালন করছে। তোমার জন্য আমি গর্বিত।”

প্রসঙ্গত, বাড়িতে বানানো মাস্কও যে করোনা প্রতিরোধ করতে পারে একথা ঘোষণা করেছিল ভারত সরকার। শুধু তাই নয় নিয়মিত যদি পরিষ্কার করা হয় তবে তা ব্যবহার করা যায় একাধিকবার। এরপরই বাড়িতে মাস্ক বানানো শুরু করে অনন্যা। তার ভাই কাপড় কেটে দেয় এবং তা দিয়ে মাস্ক বানায় সে। এখনও অবধি সে ৭০টি মাস্ক বানিয়েছে বলে জানিয়েছে।

Advertisement

Related Articles

Back to top button