Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

টানা ১১ ঘন্টার বৈঠক, চীনের কাছে কি কি দাবি জানাল ভারত? জানুন

গত ১৫ জুন লাদাখের গলওয়ান উপত্যকা ভারত-চীন সংঘর্ষে শহীদ হয়েছেন ২০ জন ভারতীয় সেনা জওয়ান। আহত হয়েছিলেন আরও ৭০ জন ভারতীয় সেনা। আর তারপরেই দুই দেশের সম্পর্ক চরমে ওঠে। এরপর…

Avatar

গত ১৫ জুন লাদাখের গলওয়ান উপত্যকা ভারত-চীন সংঘর্ষে শহীদ হয়েছেন ২০ জন ভারতীয় সেনা জওয়ান। আহত হয়েছিলেন আরও ৭০ জন ভারতীয় সেনা। আর তারপরেই দুই দেশের সম্পর্ক চরমে ওঠে। এরপর সোমবার দুই দেশের লেফটেন্যান্ট জেনারেল কর্মকর্তারা বৈঠকে বসেন। টানা ১১ ঘন্টার বেশি সময় ধরে বৈঠক চলে। তবে সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি ভারত ও চীন কোনো দেশই।

সূত্রের খবর অনুযায়ী, এই আলোচনাতে সেনাবাহিনী পেছোনোর পাশাপাশি, বিভিন্ন নির্মাণ কাজ বন্ধ রাখার সম্মতি জানিয়েছে চীন। এছাড়া ভবিষ্যতে যাতে কোনোরকম সংঘর্ষ না ঘটে, তাই চীনকে প্যাংগং সংলগ্ন এলাকা থেকে সেনা সরানোর দাবি জানিয়েছে ভারত। এছাড়া গোগরা, ডেপসাং, পূর্ব লাদাখের চুসুলেও সব সামরিক নির্মাণ বন্ধের দাবি জানিয়েছে ভারত। যদিও বিশেষজ্ঞরা মনে করছেন যে দুই দেশের শান্তি ফিরিয়ে আনতে আরও সময় লাগবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভারত বৈঠকে চীনের ওই কাঁটা লাগানো অস্ত্র দিয়ে ভারতীয় সেনার উপর আঘাত করা ও পাথর ছোড়ার জন্য তীব্র নিন্দা করেছে বলে জানা গেছে। যদিও বৈঠকে সঠিকভাবে কি কি নিয়ে আলোচনা হয়েছে তা এখনও জানা যায়নি।

About Author