নিউজরাজ্য

প্রেক্ষাগৃহে ১০০% আসন ক্ষমতার অনুমোদন দিলেন মমতা, তোয়াক্কা করলেন না কেন্দ্রের নিষেধাজ্ঞার

চলচ্চিত্র উৎসবে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee)। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকার বিরোধিতায় রাজ্য সরকার

Advertisement
Advertisement

করণা পরিস্থিতিতে সিনেমা হলে আসন সংখ্যা কমিয়ে ৫০% করে দেওয়া হয়েছিল। সেইমতো এতদিন ধরে সিনেমা হল চলছিল। কিন্তু এই পরিস্থিতিতে সিনেমা হল চালানো অত্যন্ত মুশকিল হয়ে যাচ্ছে বলে অভিযোগ জানাচ্ছিলেন সিনেমাহলের মালিকরা। এই মর্মে গত মঙ্গলবার কলকাতার সিঙ্গেল স্ক্রীন থিয়েটারের মালিকরা মমতা ব্যানার্জির (Mamata Banerjee) কাছে আবেদন জানিয়েছিলেন। আর এবারে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সকলকে চমকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি নতুন ঘোষণা করলেন।

Advertisement
Advertisement

এই ঘোষণায় তিনি বলেছেন, এবার থেকে সিনেমা হলে ১০০% আসন ক্ষমতা অনুমোদন করা হবে। নবান্নের সভাঘর থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন,’এতদিন পর্যন্ত ৫০% আসন নিয়ে সিনেমা হল চলছিল। তবে এবারে চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায় কে আমি বলে দিচ্ছি, একটা নোটিফিকেশন জারি করে দিতে যাতে সম্পূর্ণ হল ভরা যায়।”

Advertisement

প্রসঙ্গত, সোমবার তামিলনাড়ু সরকারের তরফে ১০০% দর্শক উপস্থিতির অনুমোদন দেওয়া হয়েছিল প্রত্যেকটি সিনেমা হলে। কিন্তু একটি বিবৃতি জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট আইনের আওতায় ঘোষিত কেন্দ্রের নির্দেশিকা লংঘন করতে পারবে না কোন কেন্দ্রশাসিত অঞ্চল কিংবা রাজ্য। এই মর্মে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা মেনে চলতে হবে তামিলনাড়ু সরকার সহ দেশের সমস্ত রাজ্য সরকারকে। কিন্তু এই নির্দেশিকার কিছুক্ষণের মধ্যেই মমতা ১০০% আসন ক্ষমতার অনুমোদন দিয়ে দিলেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button