আজ ১০ই এপ্রিল, শুক্রবার। রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিন।মেষঃ মানসিক অবসাদে ভুগতে পারেন আজ। পরিবারের সাথে থাকুন, সমস্যার কথা জানান।বৃষঃ স্নায়ুরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। চিকিৎসকের পরামর্শ নিন।মিথুনঃ আজ মিথ্যে অপবাদের শিকার হতে পারেন। সত্য সামনে আনার চেষ্টা করুন।কর্কটঃ আজ আপনার জন্য খুবই শুভ। সঞ্চয়ের যোগ রয়েছে আজ।সিংহঃ আজ আপনার সুনাম বৃদ্ধি পাবার যোগ রয়েছে। মানসিকভাবে সন্তুষ্টি লাভ করবেন।কন্যাঃ আজকের দিনটি আপনার জন্য খুবই শুভ। প্রচেষ্টা সফল হবে আজ।তুলাঃ উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে। সুযোগের সঠিক ব্যবহার করুন।বৃশ্চিকঃ আজ আপনার পরিশ্রম বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে সফলতা আসার সম্ভাবনা তৈরি হবে।ধনুঃ ব্যবসার ক্ষেত্রে বিশেষভাবে শুভ। অংশীদারীতে লাভের সম্ভাবনা রয়েছে।মকরঃ চর্মরোগের কারণে কষ্ট পাওয়ার সম্ভাবনা। চিকিৎসকের পরামর্শ নেওয়া একান্ত জরুরি।কুম্ভঃ আজ আপনার ঋণ পরিশোধ হবে। চিন্তামুক্ত হবেন আজ।মীনঃ অতিরিক্ত উদারতার কারণে ক্ষতির সম্ভাবনা রয়েছে। ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়া উচিৎ।