Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এই সব ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে? ১ লা এপ্রিল থেকে বড়সড় বদল

কেন্দ্র ব্যাঙ্ক সম্বন্ধিত যে প্রস্তাব গত বছর আগস্টে পেশ করেছিল এদিন তার উপরই সিলমোহর পড়ল। গত বছর অগাস্ট মাসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ জানিয়েছিলেন, দেশের ১০ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক মিলে…

Avatar

কেন্দ্র ব্যাঙ্ক সম্বন্ধিত যে প্রস্তাব গত বছর আগস্টে পেশ করেছিল এদিন তার উপরই সিলমোহর পড়ল। গত বছর অগাস্ট মাসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ জানিয়েছিলেন, দেশের ১০ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক মিলে ৪ টি বড় ব্যাঙ্ক তৈরি হবে, এমনই পরিকল্পনা তা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। বুধবার সেই পরিকল্পনাতেই সিলমোহর দিল মন্ত্রীসভা।

বর্তমানে দেশের এক নম্বর ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ SBI। কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী, দেশের দ্বিতীয় ব্যাঙ্ক হতে চলেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই তিনটি ব্যাঙ্ক একত্রিত হয়ে পিএনবি হবে। যার ফলে ব্যবসার পরিমানের মাপকাঠিতে এটিই হবে দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক। এরপর কানাড়া ও সিন্ডিকেট ব্যাঙ্ক একত্রিত হয়ে তৈরি হবে দেশের চতুর্থ বৃহত্তম ব্যাঙ্ক। ইউনিয়ন ব্যাঙ্কের সঙ্গে অন্ধ্র ব্যাঙ্ক ও কর্পোরেশন ব্যাঙ্ক একত্রিত হয়ে তৈরি হবে দেশের পঞ্চম বৃহত্তম ব্যাঙ্ক। ইন্ডিয়ান ব্যাঙ্ক ও এলাহাবাদ ব্যাঙ্ক মিশে তৈরি হবে দেশের সপ্তম বৃহত্তম ব্যাঙ্ক।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : আবার অগ্নিমূল্য সোনা, এক ধাক্কায় দাম বাড়লো ১৫০০ টাকার বেশি

কেন্দ্রের এই নয়া সিদ্ধান্তটির বিরুদ্ধে অনেক ব্যাঙ্ক কর্মচারীরা আন্দোলন করেছেন। এছাড়া বিরোধীতা করেছে বিভিন্ন রাজনৈতিক দলও। তারা দাবী করেন, ১০টি ব্যাঙ্ককে মিলিয়ে ৪ টি বড় ব্যাঙ্ক করে বিশেষ কোনো সুবিধা মিলবে না। একই দাবী করেন অনেক অর্থনীতিবিদও। সব বিরোধীতাকে পিছনে ফেলে শেষ পর্যন্ত ঘোষিত প্রস্তাবই কার্যকর করতে চলেছে মোদী সরকার।

About Author