Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কেরলে অন্তঃসত্ত্বা হাতি মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ জন

কেরলে গর্ভবতী হাতি মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার করা হলো একজনকে। হাতি মৃত্যুর ঘটনায় ওই ব্যক্তি বাজি সরবরাহ করেছিল বলে অভিযোগ। কেরলের বনমন্ত্রী জানিয়েছেন একথা। গতকালই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছিলেন, হাতি…

Avatar

কেরলে গর্ভবতী হাতি মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার করা হলো একজনকে। হাতি মৃত্যুর ঘটনায় ওই ব্যক্তি বাজি সরবরাহ করেছিল বলে অভিযোগ। কেরলের বনমন্ত্রী জানিয়েছেন একথা। গতকালই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছিলেন, হাতি মৃত্যুর ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে চিহ্নিত করা হয়েছে। তারপরই আজ একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর।

কেরলের বন দপ্তরের এক উচ্চপদস্থ কর্তা বলেছেন, যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তিনি বিস্ফোরক সরবরাহ করেছিলেন। বাকি সন্দেহভাজনদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। গত সপ্তাহে কেরলের সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কে একটি গর্ভবতী হাতি খাবারের সন্ধানে লোকালয়ের কাছাকাছি চলে আসে। সেখানে গ্রামবাসীরা তাকে বাজি ভর্তি একটি আনারস খেতে দেয়। আনারসটি খাওয়ার পর হাতিটির মুখের মধ্যেই বাজিগুলো ফেটে যায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই অবস্থায় হাতিটি কয়েকদিন জঙ্গলের মধ্যে ঘোরে, শেষে যন্ত্রণা কমাতে একটি নদীতে নেমে দাঁড়িয়ে থাকে এবং সেখানেই মারা যায়। এই ঘটনা সামনে আসার পর দেশ জুড়ে অপরাধীদের শাস্তির দাবি ওঠে। কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের তরফেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়। সেইমতো গতকাল কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সাংবাদিকদের জানান, তিনজন সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে। পুলিশ তাদের খোঁজ চালাচ্ছে। তারপরই একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

About Author