সোমনাথ বিশ্বাস: বর্তমানে বাইরে বেরোলে স্মার্ট ফোন সবসময়ই আমাদের পকেটে থাকে। আর এই বর্ষাকালে বাইরে বেরোলে যখন তখনই বৃষ্টি এসে যাচ্ছে। তাই সাধের স্মার্ট ফোনটিও ভিজে যাওয়ার যথেষ্ট সুযোগ থাকছে। তাই আপনার স্মার্ট ফোনটি ভিজে গেলে বা জল ঢুকে গেলে কি করবেন, সে বিষয়ে জানা খুবই জরুরি। তাই জেনে নিন, বৃষ্টিতে কোনো ভাবে আপনার স্মার্ট ফোনটি ভিজে গেলে বা জল ঢুকে গেলে কি করবেন।
ফোন বৃষ্টিতে ভিজলে যত তাড়াতাড়ি সম্ভব কোনো শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে ফেলুন। ফোনের ভিতরে জল ঢুকে গেলে ফোন থেকে সিম, মেমোরি, ব্যাটারি খুলে ফেলে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকিন্তু জল শুকানোর কখনোই হেয়ার ড্রায়ার ব্যবহার করা উচিত না। এরপর ফোন টিকে কিছু সময় রোদে রাখুন, কোথাও অল্প জল থাকলে তা শুকিয়ে যাবে। এই ভাবেই বৃষ্টিতে ভিজলে বা জল ঢুকে গেলে বাঁচাতে পারবেন আপনার স্মার্ট ফোনটি। আর যদি আপনার ফোনটি ওয়াটার প্রুফ হয় তাহলে তো কোনো কথাই নেই।