Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সারাক্ষন ফেশবুক করেন, জেনে নিন কিভাবে টাকা ইনকাম করবেন ফেশবুক থেকে!

দেশিপার্ল ভারতের মার্কেটে দ্রুত গতিতে বেড়ে চলা একটি প্লাটফর্ম। বর্তমানে ২০০ বেশি ওয়েবসাইট এই প্লাটফর্ম এর সঙ্গে জড়িত। এই প্লাটফর্ম নিয়ে এসেছে ভারতীয় কোন ওয়েব সাইট অথবা ফেসবুক থেকে রোজগারের…

Avatar

দেশিপার্ল ভারতের মার্কেটে দ্রুত গতিতে বেড়ে চলা একটি প্লাটফর্ম। বর্তমানে ২০০ বেশি ওয়েবসাইট এই প্লাটফর্ম এর সঙ্গে জড়িত। এই প্লাটফর্ম নিয়ে এসেছে ভারতীয় কোন ওয়েব সাইট অথবা ফেসবুক থেকে রোজগারের উপায়। এটি একটি কনটেন্ট মার্কেটিং প্লাটফর্ম আলাদা আলাদা ওয়েবসাইট থেকে নামি-দামি কনটেন্ট নিয়ে আপনার ওয়েবসাইট বা ফেসবুকে প্রমোট করে। এই প্ল্যাটফর্মটি বর্তমানে অনেকগুলি সংস্থার সাথে যুক্ত। দেশিপার্ল মোট সাতটি ভাষায় কনটেন্ট প্রমোট করে। যা বিভিন্ন ব্র্যান্ডের প্রচারে অনেক বেশি লাভজনক। দেশিপার্ল কেবল নিজেরাই বৃদ্ধি পাচ্ছে না, কান্নাডা এবং অন্যান্য ভাষার পোর্টালকে অর্থনৈতিকভাবেও শক্তিশালী হতে সহায়তা করছে।

দেশিপার্লে রেজিস্ট্রেশনের জন্য কয়েকটি ধাপ অবলম্বন করতে হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১. রেজিস্ট্রেশনের করুন www.desipearl.com

২. এরপর আপনার ওয়েবসাইট বা ফেসবুক পেজকে দেশিপার্ল টিম অ্যাপ্রুভ করবে। এরপর দেশিপার্ল ড্যাশবোর্ডের লগইন এর তথ্য পাবেন।

৩. এরপর আপনার পেজ বা ওয়েবসাইট সফলভাবে অ্যাপ্রুভ হলে আপনি দেশিপার্লের কনটেন্ট নিয়ে আপনার পেজে বা ওয়েবসাইটে প্রমোট করতে পারবেন।

৪. আপনার পেজ বা ওয়েব সাইটে যে কন্টেন্ট প্রমোট করবেন, তাতে যতবার ক্লিক হবে সেই অনুযায়ী আপনি টাকা পাবেন।

দেশিপার্ল রিপোর্ট অনুযায়ী যখন আপনার রোজগারের নির্ধারিত সীমা পেরিয়ে যাবে, তখন টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে।

About Author