Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সামান্য খরচে নতুন প্ল্যান নিয়ে আসলো BSNL, জেনে নিন নতুন প্ল্যানের সুবিধা!

জিও-র সাথে পাল্লা দিয়ে কম্পিটিশনে এবার BSNL। জিও কে টেক্কা দিতে BSNL নতুন প্ল্যান। ১৫১ টাকার নতুন প্রিপেড প্ল্যান BSNL এর। এই প্ল্যান অনুযায়ী এবার থেকে ১৫১ টাকা প্রিপেড রিচার্জে…

Avatar

জিও-র সাথে পাল্লা দিয়ে কম্পিটিশনে এবার BSNL। জিও কে টেক্কা দিতে BSNL নতুন প্ল্যান। ১৫১ টাকার নতুন প্রিপেড প্ল্যান BSNL এর। এই প্ল্যান অনুযায়ী এবার থেকে ১৫১ টাকা প্রিপেড রিচার্জে আগের থেকে ৫০০ MB ডেটা বেশী দেবে BSNL।জিও-র আকর্ষণীয় সব প্লান শুরু হওয়ার পরপরই টেলিকম মার্কেটে সব কোম্পানি তাদের  কম খরচে নতুন প্ল্যান নিয়ে গ্রাহকদের আকর্ষিত করতে চাইছে।

সেইমতই জিও কে টেক্কা দিতে  নিজের প্ল্যানকে ঢেলে সাজাল BSNL। এই নতুন অফারের কথা ট্যুইটারে ঘোষণা করেছে BSNL।
নতুন এই ১৫১ টাকার প্ল্যানে রয়েছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কলের সুবিধা। এছাড়াও থাকছে প্রতিদিন ১০০ টি এসএমএস। ভ্যালিডিটি ২৪ দিন পর্যন্ত। এতদিন এই ১৫১ টাকার প্ল্যানে পাওয়া যেত ১GB ডেটা ব্যবহার করার সুযোগ। এখন নতুন অফারে সেই ১৫১ টাকার প্ল্যানেই ১.৫ GB ডেটা ব্যবহারর করতে পারবে BSNL গ্রাহকরা। ১.৫GB ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেটর স্পিড কমে হয়ে যাবে ৪০ Kbps।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author