রেড রোডে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পতাকা উত্তোলনের আগে মুখ্যমন্ত্রীকে রাজ্য পুলিশের পক্ষ থেকে অভিবাদন জানানো হয়।৭৩ তম স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান হয় কলকাতার রেড রোডে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গার্ড অফ অনার দেওয়া হয়।জাতীয় সঙ্গীতের সঙ্গে এদিন পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী।উপস্থিত ছিলেন মুখ্যসচিব,পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্হ আধিকারিকরা।হেলিকপ্টার থেকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পুষ্পবৃষ্টি করা হয়।রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশের আধিকারিকদের বিশেষ সম্মান প্রদান করেন।কর্মজীবনে অসাধারন কৃতিত্বের স্বীকৃতির জন্য তিনজন পুলিশ অফিসারকে সম্মান জানিয়ে মেডেল দেওয়া হয়।আইপিএস বিনীত কুমার গোয়েল, ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা,কলকাতার ডেপুটি কমিশনার ট্রাফিক সন্তোষ পান্ডে,ডেপুটি কমিশনার মীরাজ খালিদ, বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের বিশেষ সম্মান প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এরপর কলকাতা পুলিশের পক্ষ থেকে বর্নাঢ্য কুচকাওয়াজের আয়োজন করা হয়।কলকাতা পুলিশের বিশেষ ট্যাবলো সেফ ড্রাইভ, সেভ লাইফ এই কুচকাওয়াজে অংশগ্রহণ করে।সারা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর এই বার্তা নিয়ে এই ট্যাবলো বিভিন্ন প্রান্তে গিয়েছে।মহিলা পুলিশ বাহিনীর পক্ষ থেকে অভিবাদন জানানো হয়।কলকাতা পুলিশের অশ্বারোহী বাহিনীর সদস্যরাও কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।এদিন জল সংরক্ষণ করার বার্তা নিয়ে ট্যাবলো ছিল এই অনুষ্ঠানে।পরিবেশ রক্ষার সঙ্গে শক্তি সংরক্ষনের বার্তা দেওয়া হয়।প্রত্যেকটি ট্যাবলোই যথেষ্ট দৃষ্টিনন্দন হয়েছিল।
বিভিন্ন দফতরের ট্যাবলোর প্রদর্শনী হয় রেড রোডের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে।মুখ্যমন্ত্রীর প্রকল্প কন্যাশ্রীর পক্ষ থেকে এক বিশেষ ট্যাবলো রাখা হয়েছিল।পাশাপাশি সবুজ সাথী,খাদ্যসাথীর পক্ষ থেকেও বার্তা ছিল অনুষ্ঠানে।যুবকল্যান ও ক্রীড়া দফতরের সুসজ্জিত ট্যাবলো ছিল অনুষ্ঠানে।ক্রীড়া দফতরের ট্যাবলোর প্রদর্শনীর সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানান।বিভিন্ন মনীষীদের ছবি সংবলিত ট্যাবলো ছিল রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে।বাংলার মাটি, বাংলার জল,পুন্য হউক,পুন্য হউক,পুন্য হউক হে ভগবান, গান পরিবেশন হচ্ছিল এই ট্যাবলো থেকে।রাজ্যের বিভিন্ন স্কুলের পক্ষ থেকে কুচকাওয়াজে অংশগ্রহণ করা হয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসম্প্রীতির লক্ষ্যে উত্তরবঙ্গের বানারহাট বিদ্যালয়ের পড়ুয়ারা একটি প্রদর্শনী করেন রেড রোডের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে।মুখ্যমন্ত্রী হাততালি দিয়ে পড়ুয়াদের অভিনন্দন জানান।একে একে প্রত্যেকেই মূল মঞ্চের সামনে এসে তাদের সাংস্কৃতিক কর্মসূচি তুলে ধরেন।মুখ্যমন্ত্রী মনোযোগ সহকারে অনুষ্ঠান দেখেন।