Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মোদীকে কী দেওয়া উচিত বললেন বিজেপি সাংসদ

রাজীব ঘোষ: সোমবার লোকসভার জিরো আওয়ারে মধ‍্যপ্রদেশের রতলাম কেন্দ্রের বিজেপি সাংসদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন দেওয়ার দাবি জানান। তার এই বক্তব্যকে সমর্থন করেন সাধ্বী প্রজ্ঞা ঠাকুর…

Avatar

রাজীব ঘোষ: সোমবার লোকসভার জিরো আওয়ারে মধ‍্যপ্রদেশের রতলাম কেন্দ্রের বিজেপি সাংসদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন দেওয়ার দাবি জানান। তার এই বক্তব্যকে সমর্থন করেন সাধ্বী প্রজ্ঞা ঠাকুর ও অন‍্যান‍্য সাংসদরা। মধ‍্যপ্রদেশের বিজেপি সাংসদ বলেন, এর আগে দেশের কাশ্মীর সমস্যা নিয়ে অন্য কোনো প্রধানমন্ত্রী এতটা গুরুত্ব দিয়ে ভাবেন নি। কাশ্মীরে আর্টিকল 370 ধারা বিলোপ করার মতো সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করা উচিত। দীর্ঘদিন ধরে কাশ্মীরে এই ধারা জারি থাকায় পাকিস্তানের মদতে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে।

দেশের এই সমস্যা নিরসনের জন্য এর আগে কোনো প্রধানমন্ত্রী সাহস দেখাতে পারেন নি।দেশে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার ফলে দেশের দীর্ঘদিন ধরে চলা বহু সমস্যা সমাধানের দিকে এগোচ্ছে। এর আগে নরেন্দ্র মোদী আন্তর্জাতিক সর্বোচ্চ সম্মান পেয়েছেন। এপর্যন্ত মোদী সাতটি আন্তর্জাতিক সম্মান পেয়েছেন। আরব আমীরশাহী নরেন্দ্র মোদীকে তাদের দেশের সর্বোচ্চ সম্মান প্রদান করেছেন। মূলত ভারতের সঙ্গে আরব আমীরশাহীর কূটনৈতিক সম্পর্ক মোদীর জন্য যথেষ্ট উন্নতি হয়েছে। তারপর রাশিয়ান ফেডারেশনের পক্ষ থেকেও নরেন্দ্র মোদীকে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের উন্নতির জন্য রাশিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নরেন্দ্র মোদী আন্তর্জাতিক স্তরে সর্বোচ্চ সম্মানে ভূষিত হওয়ার পরে এবার দলীয় সাংসদদের পক্ষ থেকে মোদীকে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন দেওয়ার আবেদন করা হয়েছে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মোদীর একাধিক গুরুত্বপূর্ণ সাহসী পদক্ষেপ দেশবাসী প্রশংসা করছেন বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে।

About Author