জানিয়ে রাখা ভাল, প্রথম ম্যাচে কে এল রাহুলের লখনৌ সুপার জায়েন্টস ব্যাট করতে নেমে ১৫৮ রান তোলে। বলা যেতে পারে, শামির জাদুতে হার্দিক পান্ডিয়ার প্রতিদ্বন্দ্বী কে এল রাহুলের দল দাঁড়াতেই পারেনি। শেষ পর্যন্ত ৫ উইকেট বাকি থাকতে জয় ছিনিয়ে নেয় গুজরাট টাইটেন্স। শামির দুর্দান্ত বোলিং নিয়ে ব্যাপক চর্চা হয় সোশ্যাল মিডিয়াতে। প্রসঙ্গত উল্লেখ্য, আজ অর্থাৎ শনিবার দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে খেলতে নামবে গুজরাট টাইটেন্স। এই ম্যাচেও কি শামি জাদু দেখা যাবে, সেটাই দেখার।Absolutely wonderful performance by @mdshami11 😍👏#LSGvsGT #IPL2022
— Kendra Lust™ (@KendraLust) March 28, 2022
ভারতীয় ফাস্ট বোলার শামির জাদুতে ফিদা এই মার্কিন পর্নস্টার
প্রত্যেক বছরই ক্রিকেটপ্রেমীরা অপেক্ষা করে থাকেন আইপিএল টুর্নামেন্ট এর জন্য। এই টুর্নামেন্টের প্রধান আকর্ষণ থাকে বিভিন্ন ভারতীয় খেলোয়াড় এবং বিদেশি খেলোয়াড়দের মনমাতানো খেলা। চলতি বছরে টাটা আইপিএল ২০২২ নিয়ে চলছে…

আরও পড়ুন