Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিমানে বয়ফ্রেন্ডের পাশে বসতে গিয়ে যা করলো এক যাত্রী, তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন!

বিমানের ভেতরে বয়ফ্রেন্ডের পাশে বসতে চান। কিন্তু পছন্দের সিট মেলেনি। তাই রেগে গিয়ে বিমানসেবিকার মুখে গরম জল ছুঁড়ে মারলেন এক মহিলা যাত্রী। ঘটনাটি ঘটেছে এয়ার এশিয়ার একটি বিমানে। ঘটনাটি সোশ্যাল…

Avatar

বিমানের ভেতরে বয়ফ্রেন্ডের পাশে বসতে চান। কিন্তু পছন্দের সিট মেলেনি। তাই রেগে গিয়ে বিমানসেবিকার মুখে গরম জল ছুঁড়ে মারলেন এক মহিলা যাত্রী। ঘটনাটি ঘটেছে এয়ার এশিয়ার একটি বিমানে। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ওই বিমানেই কর্মরত এক কর্মী নুরালিয়া মাজলান। তিনি বলেন, একজন চিনা যাত্রী তার বয়ফ্রেন্ডের পাশের সিটে বসার সিট পাননি! বিমান চলার পরেও বিমানসেবিকারা সেই ব্যবস্থা করে দিতে পারেননি। অবশেষে রেগে গিয়ে ‘কাপ নুডলস’-এর গরম জল তাঁর এক বিমানসেবিকার মুখে ছুঁড়ে মারেন।

About Author
news-solid আরও পড়ুন