বিমানের ভেতরে বয়ফ্রেন্ডের পাশে বসতে চান। কিন্তু পছন্দের সিট মেলেনি। তাই রেগে গিয়ে বিমানসেবিকার মুখে গরম জল ছুঁড়ে মারলেন এক মহিলা যাত্রী। ঘটনাটি ঘটেছে এয়ার এশিয়ার একটি বিমানে। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ওই বিমানেই কর্মরত এক কর্মী নুরালিয়া মাজলান। তিনি বলেন, একজন চিনা যাত্রী তার বয়ফ্রেন্ডের পাশের সিটে বসার সিট পাননি! বিমান চলার পরেও বিমানসেবিকারা সেই ব্যবস্থা করে দিতে পারেননি। অবশেষে রেগে গিয়ে ‘কাপ নুডলস’-এর গরম জল তাঁর এক বিমানসেবিকার মুখে ছুঁড়ে মারেন।
বিমানে বয়ফ্রেন্ডের পাশে বসতে গিয়ে যা করলো এক যাত্রী, তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন!
বিমানের ভেতরে বয়ফ্রেন্ডের পাশে বসতে চান। কিন্তু পছন্দের সিট মেলেনি। তাই রেগে গিয়ে বিমানসেবিকার মুখে গরম জল ছুঁড়ে মারলেন এক মহিলা যাত্রী। ঘটনাটি ঘটেছে এয়ার এশিয়ার একটি বিমানে। ঘটনাটি সোশ্যাল…

আরও পড়ুন