টিন এজ যখন এগিয়ে আসে তখন শুরু হয় আকর্ষণ বিপরীত লিঙ্গের প্রতি। আর এই চাহিদা পরিপূর্ণ প্রেম বা ভালোবাসার দ্বারা। তাই আমরা ভালোবাসার পথিক। অনেক কবি অনেক বই এ লিখেছেন যে আমরা ভালবাসার কাঙ্গাল। অনেকে দেখা যায় ভালবাসার বিচ্ছেদ ঘটে ভেঙে যায়। আর এই ভালোবাসা ভাঙার মূল কারণ হলো ভালোবাসার অভাব। একে অপরের প্রতি বিশ্বাসের অভাব। অনেকেই দেখাতে চায় একে অপরকে বিশ্বাস করে কিন্তু অন্তর থেকে না। এটা বেশিরভাগ কাপল দের মধ্যে দেখা যায়। নিজেদের জেদ ও ভুল বোঝাবুঝিতে বাধ্য হয় সম্পর্ক ভাঙতে। এভাবে প্রায় 44% বন্ধন ভেঙে যায়। একে অপরের প্রতি শ্রদ্ধা না থাকলে বিশ্বাস না থাকলে সেই সম্পর্কে ভীত শক্ত হয় না। প্রেম টিকিয়ে রাখতে সম্পর্কে কিছুটা সামঞ্জস্য থাকা প্রয়োজন।
প্রেম করছেন? জানেন প্রেম ভেঙ্গে যাওয়ার কারণ কি?
টিন এজ যখন এগিয়ে আসে তখন শুরু হয় আকর্ষণ বিপরীত লিঙ্গের প্রতি। আর এই চাহিদা পরিপূর্ণ প্রেম বা ভালোবাসার দ্বারা। তাই আমরা ভালোবাসার পথিক। অনেক কবি অনেক বই এ লিখেছেন…

আরও পড়ুন