পুলিশ নিয়ে মমতা যা বললেন, অবাক হবেন!

Advertisement

Advertisement

রাজীব ঘোষ: রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলায় একাধিক নতুন প্রকল্পের উদ্বোধন সহ অন্যান্য সরকারি কর্মসূচি নিয়ে কয়েক দিনের সফরে গিয়েছেন।সেখানে দীঘায় একটি আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টারের উদ্বোধন করেন মুখ‍্যমন্ত্রী।দীঘা সংলগ্ন এলাকার মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন।পার্শ্ববর্তী গ্রামে গিয়ে সেখানকার বাসিন্দাদের সঙ্গে তাদের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আলোচনা করেন।এদিন পূর্ব মেদিনীপুরের দীঘায় প্রশাসনিক বৈঠক করেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেই বৈঠকে মমতা পুলিশ প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করে বলেন, সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচিতে পুলিশের একাংশ সিভিক ভলান্টিয়ারদের দিয়ে তোলা তুলছে।

Advertisement

মমতা বলেন তার কাছে এই বিষয়ে প্রচুর অভিযোগ রয়েছে।প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের উদ্দেশ্যে মুখ‍্যমন্ত্রী বলেন, অবিলম্বে বিষয়টি দেখুন।মমতা বৈঠকে আরও বলেন, পুলিশের সুবিধা হবে বলে সিভিক ভলান্টিয়ারদের নিয়েছিলাম।পুলিশের আই সি নির্দেশ দিচ্ছে,যা গিয়ে টাকা তুলে নিয়ে আয়।সিভিক ভলান্টিয়াররা সেই নির্দেশে টাকা তুলছে।সুযোগের মিস ইউজ করছে।সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচি সচেতনতার জন্য নেওয়া হয়েছে।মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে বলেন, প্রচুর অভিযোগ আসছে।সারা বাংলা থেকে অভিযোগ পাচ্ছি।রাফ ড্রাইভিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিন।

Advertisement

একটা বিডিও দুর্ব‍্যবহার করলে সরকারকে দায়ী করা হয়।আমরা যেন আইনত কাজ করি।কেউ ফাঁকি না দিই।মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজরদারি করার জন্য সিসিটিভি লাগানোর নির্দেশ দিয়েছেন।তিনি বলেন, সিসিটিভি ট্রাফিক জোনে থাকবে।সেন্ট্রালি মনিটরিং করুন।কোলাঘাট থেকে দীঘা প্রচুর পরিমানে পর্যটক আসে।দরকারে একটা নোডাল অফিসার রাখা হোক।তবে রাস্তায় গাড়ি আটকে টাকা তোলার ঘটনা রয়েছে।সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ উঠছে।সাধারণ মানুষ সিভিক ভলান্টিয়ারদের জন্য অতিষ্ঠ হয়ে উঠেছে।সেই সব অভিযোগ রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছেছে।

Advertisement

Recent Posts