Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নেমারকে রাখতে রাজি নয় পিএসজি!

সুরজিৎ দাস : ব্রাজিলীয়ান তারকা ফুটবলার নেমার কে রাখতে একদমই রাজি নন তার বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন। ফ্রান্সের এই ক্লাবের পক্ষ তে জানানো হয়েছে তারা আর নেমার কে রাখতে…

Avatar

সুরজিৎ দাস : ব্রাজিলীয়ান তারকা ফুটবলার নেমার কে রাখতে একদমই রাজি নন তার বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন। ফ্রান্সের এই ক্লাবের পক্ষ তে জানানো হয়েছে তারা আর নেমার কে রাখতে রাজি নয় ভারতীয় মুদ্রায় ১২০০ কোটির টাকার বিনিময় তাকে অন্যক্লাব কিনতে পারে। অপরদিকে নেমারের আগের ক্লাব বার্সেলোনা তাকে কিনতে একদমই ইচ্ছুক নয় তার বদলে অন্য ফুটবলার সই করাবে তারা তবুও নেমার কে সই করাবে না।

তারা জানিয়ে দিয়েছে তারা নেমারের জন্য এক ইউরোও খরচ করতে রাজি নয় সেখানে ১২০০ কোটি তো দূরের কথা ওই টাকায় অন্য প্রতিশ্রুতিবান ফুটবলার দের পেয়ে যাবে বার্সেলোনা। কিন্তু নেমারের প্রতি কেন এতো অনীহা? জানা যাচ্ছে নেমারের বর্তমান অফফর্ম এবং চোটপ্রবণতার জন্য কেউ তাকে নিতে রাজি নয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে স্পেনের অন্যতম বড়ো ক্লাব রিয়াল মাদ্রিদ নেমার কে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে এখন দেখার নেমার কি আদৌ সান্তিয়াগো বার্নাবিউ তে পা রাখতে পারেন কি না। যদিও নেমার ছাড়াও দল বদলের বাজারে ঝড় তুলতে পারে ডিবালা, ইকার্ডির মতো ফুটবলাররা।

About Author