Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দেশে পর্ন দেখা সম্পূর্ণ বৈধ! RTI এর জবাবে কি জানালো কেন্দ্র? জেনে নিন

বর্তমানে দেশে প্রায় ৯০০ টি পর্ণ সাইট বন্ধ। কেন্দ্রীয় সরকার কোনোভাবেই বলেনি পর্ণ সাইট বন্ধের পেছনে তাদের হাত আছে। এক RTI-এর জবাবে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক জানিয়েছে, Airtel, Jio, BSNL এবং…

Avatar

বর্তমানে দেশে প্রায় ৯০০ টি পর্ণ সাইট বন্ধ। কেন্দ্রীয় সরকার কোনোভাবেই বলেনি পর্ণ সাইট বন্ধের পেছনে তাদের হাত আছে। এক RTI-এর জবাবে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক জানিয়েছে, Airtel, Jio, BSNL এবং অন্য টেলিকম সংস্থাগুলি কয়েকশো পর্ন সাইটকে ব্লক করে দিয়েছে। এই কারণেই এই ওয়েবসাইটগুলি অ্যাকসেস করতে গেলে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের নিষেধাজ্ঞার উল্লেখ থাকে। জানা গেছে শুধু উত্তরাখণ্ড আদালতের নির্দেশের ভিত্তিতেই ৮৫৭টি ওয়েবসাইটকে ব্লক করা হয়েছে। ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশনের তথ্য অধিকার আইনের জবাবে কেন্দ্রীয় প্রযুক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘পর্ন দেখা ব্যক্তিগত পছন্দের বিষয়। তাই এদেশে তা বেআইনি নয়। তবে চাইল্ড পর্ন দেখা বা কোনওভাবে তা রেকর্ড করা বা জড়িত থাকা আইনত দণ্ডনীয় অপরাধ।’

About Author