দিদিকে বলোর পাল্টা এবার কংগ্রেসের দিদিকে বলছি

Advertisement

Advertisement

রাজীব ঘোষ : রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগের লক্ষ্যে দিদিকে বলো কর্মসূচি চালু করেছিলেন।তার কিছুদিন পরেই সিপিএমের পক্ষ থেকে পাল্টা দিদিকেই বলছি কর্মসূচি শুরু করা হয়েছিল।এবার রাজ‍্যে কংগ্রেসের পক্ষ থেকে সিপিএমের স্টাইলেই দিদিকে বলোর পাল্টা দিদিকে বলছি শুরু করা হয়েছে।প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রীর দায়িত্ব সনিয়া গান্ধী নেওয়ার পরেও রাজ‍্যে তৃণমূল কংগ্রেস সম্পর্কে নরম অবস্থান নেওয়া হবে না।রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ৭ টি প্রশ্ন দিয়ে কংগ্রেস দিদিকে বলছি অভিযান শুরু করেছে।

Advertisement

এই কর্মসূচির সূচনা করে সোমেন মিত্র বলেন, তৃণমূলের জমানায় সারা রাজ‍্যে ৭৪ টি কংগ্রেসের অফিস তৃণমূলের দখলে রয়েছে।তৃণমূল কংগ্রেসের যে কার্যালয়গুলি বিজেপি দখল করেছে, সেগুলি মুক্ত করার জন্য পুলিশ প্রশাসনকে মুখ‍্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন।তাই ওদের দখলে থাকা কংগ্রেসের কার্যালয়গুলি মুক্ত করে মুখ‍্যমন্ত্রী সদিচ্ছার প্রমাণ দিন।তিনি আরও বলেন, মানুষ আশা করছেন, দিদিকে বললে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন দিয়ে শুনবেন এবং প্রতিকার করবেন।কংগ্রেসের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে, বাংলায় বিজেপিকে ধরে নিয়ে আসার অপরাধ স্বীকার করবেন কী?

Advertisement

দিদিকে বলোতে কংগ্রেসের আরও প্রশ্ন, গনতন্ত্রের তোয়াক্কা না করে কংগ্রেসের বিধায়কদের দলে যোগ দিতে বাধ‍্য করানো, পঞ্চায়েত, পুরসভা দখলের কথা স্বীকার করবেন কী?সর্বভারতীয় কংগ্রেসের সভানেত্রী সনিয়া গান্ধী হওয়ার পর জল্পনা শুরু হয়েছে, বিজেপিকে ঠেকাতে কংগ্রেস ও তৃণমূল ফের জোট বাধতে পারে।তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সভানেত্রী সনিয়া গান্ধীকে অভিনন্দন জানিয়েছেন।

Advertisement

এই বিষয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র বলেন, এই রকম কোনো বার্তা আমাদের কাছে নেই।কালিয়াগঞ্জ, খড়্গপুর এবং করিমপুর বিধানসভার উপনির্বাচনে বামেদের সঙ্গে কংগ্রেসের জোট হয়েছে।এআইসিসির নির্দেশে বামেদের সঙ্গে কংগ্রেসের জোট দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে আমরা আলোচনা করছি।দলের ২৮ টি সাংগঠনিক জেলাই নিয়মিত দিদির জন্য প্রশ্ন তুলবে সামাজিক মাধ্যমে।সেই সঙ্গে চলবে রাস্তায় নেমে প্রচার ও পথসভা।

Recent Posts