Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

তৃণমূল কাকে পরবর্তী মেয়র করতে পারে, জেনে নিন!

রাজীব ঘোষ : বিধাননগর করপোরেশনের মেয়র পদ থেকে সব‍্যসাচী দত্ত ইস্তফা দেওয়ার পর থেকেই একাধিক নাম উঠে আসতে শুরু করেছিল পরবর্তী মেয়রের জন্য।তৃণমূল দলবিরোধী কার্যকলাপের জন্য বিধাননগরের মেয়র ও নিউটাউনের…

Avatar

রাজীব ঘোষ : বিধাননগর করপোরেশনের মেয়র পদ থেকে সব‍্যসাচী দত্ত ইস্তফা দেওয়ার পর থেকেই একাধিক নাম উঠে আসতে শুরু করেছিল পরবর্তী মেয়রের জন্য।তৃণমূল দলবিরোধী কার্যকলাপের জন্য বিধাননগরের মেয়র ও নিউটাউনের বিধায়ক সব‍্যসাচী দত্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করে।তাকে প্রথম দিকে মেয়র পদ থেকে সরে যাওয়ার জন্য নির্দেশ দেয় তৃণমূল।কিন্তু সব‍্যসাচী দত্ত তখন সেটা করতে রাজি হননি।অনাস্থা সংক্রান্ত নোটিশে ত্রুটি থাকার অভিযোগে আদালতের দ্বারস্থ হন তিনি।

আদালত সেই ত্রুটি জেনে নিয়ে পুনরায় নোটিশ জারি করার নির্দেশ দেয়।যদিও আইনি প্রক্রিয়ার পর সব‍্যসাচী দত্ত নিজেই মেয়র পদে ইস্তফা দেন।তারপর ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের নাম পরবর্তী মেয়র হিসেবে উঠে আসতে থাকে।কিন্তু বিধাননগরের বেশ কিছু কাউন্সিলর সিপিএম থেকে আসা তাপসকে মেনে নিতে পারছিলেন না বলে জানা গিয়েছিল।তখন জানা যায় বিধাননগরের বিধায়ক ও মন্ত্রী সুজিত বসু মেয়র পদে আসীন হতে পারেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কিন্তু বর্তমানে বিজেপির শক্তি বৃদ্ধির কারণে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বস্ত সৈনিক হিসেবে বিধাননগরের চেয়ারপার্সন এবং তার দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী কৃষ্ণা চক্রবর্তীকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন।শনিবার বিধাননগর পুরভবনে পরবর্তী মেয়র কে হবেন, সেটা ঠিক করতে বিশেষ অধিবেশন হতে চলেছে।

তৃণমূল কংগ্রেসের তরফে ইতিমধ্যে মেয়র পদের জন্য কৃষ্ণা চক্রবর্তী মনোনয়ন জমা দিয়েছেন।পুরসভা সূত্রে খবর, শুক্রবার পর্যন্ত অন্য আর কেউ মেয়র পদের জন্য মনোনয়ন জমা দেননি।বিধাননগর করপোরেশনের পরবর্তী মেয়র পদে শপথ গ্রহণ শনিবার হতে পারে বলে জানা গিয়েছে।

About Author