Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জানেন কি সুন্দরী মেয়েদের তালিকায় ভারতের স্থান কত নম্বরে?

যেমন সব দেশের নারীরা সমান সুন্দরী নন তেমনই সৌন্দর্যের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই৷ তারপরও সৌন্দর্যের কিছু মানদণ্ড ঠিক করে সেরা সুন্দরীদের পুরস্কৃত করা হয়৷ সেই হিসেবে কোন কোন দেশের মেয়েদের…

Avatar

যেমন সব দেশের নারীরা সমান সুন্দরী নন তেমনই সৌন্দর্যের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই৷ তারপরও সৌন্দর্যের কিছু মানদণ্ড ঠিক করে সেরা সুন্দরীদের পুরস্কৃত করা হয়৷ সেই হিসেবে কোন কোন দেশের মেয়েদের বেশি সুন্দর বলা যায়? জেনে নিন…

সুন্দরী নারীদের তালিকায় সবার সেরা ভেনেজুয়েলার নারীরা৷ দক্ষিণ অ্যামেরিকার এই দেশের মেয়েরা এ পর্যন্ত সাতবার মিস ইউনিভার্স এবং ছ’বার জিতেছেন মিস ওয়ার্ল্ড খেতাব৷ মোট ১৩ বার সুন্দরীদের আসরে শ্রেষ্ঠত্ব অর্জন করা ভেনেজুয়েলাই তাই সবচেয়ে বেশি সুন্দরীদের দেশ ৷

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের নারীরা। পরাশক্তি যুক্তরাষ্ট্রের মেয়েরাও সৌন্দর্যের শক্তিতে অনেক এগিয়ে৷ আটবার মিস ইউনিভার্স এবং তিনবার মিস ওয়ার্ল্ড হয়েছেন সে দেশের মেয়েরা৷ তাই বেশি সুন্দরীদের দেশের তালিকায় দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র ৷

সুন্দরী নারীদের তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছে ভারত। রিটা ফারিয়া (১৯৬৬) থেকে শুরু করে ঐশ্বরিয়া রাই (১৯৯৪), ডায়না হেডেন (১৯৯৭), যুক্তামুখি (১৯৯৯) এবং প্রিয়াঙ্কা চোপড়া (২০০০) পর্যন্ত মোট পাঁচজন ভারতীয় সুন্দরী এ পর্যন্ত ‘মিস ওয়ার্ল্ড’ হয়েছেন৷ ‘মিস ইউনিভার্স’ হয়েছেন দু’জন – সুস্মিতা সেন (১৯৯৪) ও লারা দত্ত (২০০০)৷ সেরা সুন্দরীদের প্রতিযোগীতায় সাতবার যে দেশের মেয়েরা সেরা হয়েছেন, সে দেশকে তৃতীয় সেরা অনিন্দ্য সুন্দরীদের দেশ না বলে উপায় আছে কি?

About Author
news-solid আরও পড়ুন