Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জল্পনার অবসান! নাইট বাহিনীর নতুন চমক!

সুরজিৎ দাস : জল্পনার অবসান হলো আসন্ন ২০২০ আইপিএল এর জন্য কলকাতা নাইট রাইর্ডাস কর্তৃপক্ষ ঘোষণা করলো তাদের নতুন কোচের নাম। একের পর এক বায়ো ডাটা জমা পড়লেও কোচের পদের…

Avatar

সুরজিৎ দাস : জল্পনার অবসান হলো আসন্ন ২০২০ আইপিএল এর জন্য কলকাতা নাইট রাইর্ডাস কর্তৃপক্ষ ঘোষণা করলো তাদের নতুন কোচের নাম। একের পর এক বায়ো ডাটা জমা পড়লেও কোচের পদের জন্য বেছে নেওয়া হলো কলকাতার প্রাক্তন ক্রিকেটার তথা সফল প্রাক্তন কিউয়ি ব্যাটসম্যান ব্রান্ডন ম্যাকুলাম কে।

২০০৮ থেকে কলকাতায় ছিলেন ব্রান্ডন ম্যাকুলাম এই জার্সিতেই প্রথম ম্যাচে তার ব্যাট থেকে বেড়িয়ে এসেছিলো ১৫৮ রানের বিদ্ধংসী ইনিংস যা তৎকালীন সময় টি ২০ এর সর্বোচ্চ রান যদিও পরে ক্রিস গেইল এই রেকর্ড ভেঙ্গে দেন। এদিন কলকাতার পাশাপাশি নাইট ফ্রাঞ্চাইসির অপর দল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খ্যাত ত্রিনবাগো নাইট রাইর্ডাসেরও কোচ হিসেবে ম্যাকুলাম কে বেছে নেওয়া হলো।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সদ্য ক্রিকেট থেকে অবসর নেওয়া নিউজিল্যান্ড তথা বিশ্বের অন্যতম সফলতম ব্যাটসম্যান ব্রান্ডন কিন্তু দারুণ খুশি। তিনি জানিয়েছে নাইট ওয়ার্ল্ডে এইভাবে যুক্ত হতে পেরে তিনি গর্বিত এবং কেকেআর ও টিকেআর দুই দল কেই সাফল্যের সর্বচ্চ আসনে নিয়ে যেতে চান তিনি। প্রসঙ্গগত উল্লেখ্য এতোদিন নাইট দের কোচ ছিলেন অপর প্রাক্তনী জ্যাক ক্যালিস কিন্তু গত আইপিএল এ দলের ব্যাটিং ও বোলিং বিপর্যয়ের দরুন ক্যালিস কে সরিয়ে ম্যাকুলাম যে আনা হলো।

About Author