দেবপ্রিয়া সরকার: ভিষন পরিচিত একটি ফুল হলো জবা ফুল যা সাধারনত পূজার্চনা ব্যবহার করা হয়ে থাকে। তবে এই ফুলে রয়েছে কিছু ভেষজ ও ঔষধি গুণ যা অনেকেরই অজানা। দেশ-বিদেশ মিলিয়ে মোট ১৪ থেকে ১৫ রকমের জবা ফুল আছে। সব ধরনের মাটিতে এই ফুল ভালো হয়, তবে দোয়াস মাটিতে এই ফুল বেশি ভালো উৎপাদন হয়। গন্ধহীন এই ফুল বিভিন্ন শারীরিক সমস্যা যেমন বমি, অনিয়মিত মাসিক স্রাব, মাসিক ঋতুর অতিস্রাব, চোখ উঠা, মাথায় টাক পোকা, হাতের তালুতে চামড়া উঠা ইত্যাদি রোগ নিরাময়ে ব্যবহার করা হয়ে থাকে। অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এই ফুল ক্যান্সারের মত রোগকে প্রতিরোধ করার ক্ষমতা রাখে। এছাড়া পেশ করার ক্ষমতা কমিয়ে চির যৌবন ধরে রাখতে এর ফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
ফেসপ্যাক হিসেবে জবা ফুল খুবই কার্যকরী। এই ফুলের পাপড়ির গুঁড়ো মুখের বলিরেখা কমিয়ে ত্বককে যৌবন বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়া জবা ফুলের রস থেকে তৈরি জবাকুসুম তেল চুলের বিভিন্ন সমস্যার সমাধান করে, যেমন চুল পড়া খুশকি দূর করতে এবং মাথার চুল সিল্কি করতে জবাফুল অত্যন্ত কার্যকরী। জবা ফুলের রস পান শরীরের লৌহ পরিমানের ঘাটতি কমায়। শিশুদের শ্যাম্পু ও আই শ্যাডো হিসেবে জবা ফুল ব্যবহার করা হয়। এই ফুলের কুঁড়ি শরবত এর সাথে মিশিয়ে খেলে তা জ্বর প্রতিরোধ করে। এছাড়াও জবাফুল প্রতিদিন ভেজে খেলে বিভিন্ন মেয়েলি শারিরীক সমস্যা দূর হয়। তবে শুধু নারীদেরই নয়, এই ফুল পুরুষদের শারীরিক সক্ষমতা বাড়িয়ে তোলে।