Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চন্দ্রযান টু এখন কোথায় কি অবস্থায় রয়েছে? এখুনি জেনে নিন

স্টাফ রিপোর্টারঃ এখনো পর্যন্ত পরিকল্পনা মতোই এগোচ্ছে ভারত থেকে উৎক্ষেপিত চন্দ্রযান টু। নির্ধারিত সময়ে পৃথিবীর কক্ষপথ ত্যাগ করল সে। মঙ্গলবার গভীররাতে পৃথিবীর কক্ষপথ ছেড়ে বেরিয়ে পড়েছে চন্দ্রযান 2। এবার চন্দ্রযান…

Avatar

স্টাফ রিপোর্টারঃ এখনো পর্যন্ত পরিকল্পনা মতোই এগোচ্ছে ভারত থেকে উৎক্ষেপিত চন্দ্রযান টু। নির্ধারিত সময়ে পৃথিবীর কক্ষপথ ত্যাগ করল সে। মঙ্গলবার গভীররাতে পৃথিবীর কক্ষপথ ছেড়ে বেরিয়ে পড়েছে চন্দ্রযান 2। এবার চন্দ্রযান 2 লক্ষ চাঁদের মাটিতে পা রাখা। ইসরো সূত্রে জানা গেছে সাফল্যের সাথে পৃথিবীর কক্ষপথ ত্যাগ করতে পেরেছে এই যান। এবার পা রাখতে চলেছে চাঁদের মাটিতে।

ট্রান্স লুনার ইনসার্শন অনুযায়ী রাত্রি দুটো ২১ মিটার সফল ভাবে কাজ করছে চন্দ্রযান 2 উপগ্রহটি চাঁদের দিকে আরও একধাপ এগিয়ে গিয়েছে। এই কৌশল চলাকালীন মহাকাশযানের তরল ইঞ্জিনটি প্রায় 1203 সেকেন্ডে নিক্ষেপ করা হয়েছিল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এর সঙ্গেই চন্দ্রযান তুলনা টান্সফার বাড়িতে প্রবেশ করেছে। চাঁদের কক্ষপথে একটি উপগ্রহ স্থাপনের প্রক্রিয়া অলরেডি শুরু করে ফেলেছে। ঘুরন্ত অবস্থাতেই এটি কক্ষপথে স্থাপন করা হয়।

সবকিছু ঠিকঠাক থাকলে কুড়ি আগস্ট এর মধ্যে চন্দ্রযান 2 চাঁদের কাছে পৌঁছে যাবে বলে মত বিজ্ঞানীদের। গত সেপ্টেম্বরে চাঁদের মাটিতে পা রাখার কথা চন্দ্রযান-এর জানিয়েছেন বিজ্ঞানীরা।

About Author