Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গ্রাহকদের অ্যাকাউন্ট সুরক্ষিত করতে SBI চালু করলো এই সুবিধা, জেনে নিয়ে করে ফেলুন!

অরূপ মাহাত: দেশে যে হার দিন দিন ইন্টারনেট ব্যাংকিং-এর ক্ষেত্রে অনলাইন জালিয়াতির সংখ্যা বাড়ছে তাতে কম বেশি সমস্ত ব্যাংক গ্রাহকরাই দুর্ভোগের শিকার হচ্ছেন। তাই অনলাইন জালিয়াতদের হাত থেকে নিজেদের গ্রাহকদের…

Avatar

অরূপ মাহাত: দেশে যে হার দিন দিন ইন্টারনেট ব্যাংকিং-এর ক্ষেত্রে অনলাইন জালিয়াতির সংখ্যা বাড়ছে তাতে কম বেশি সমস্ত ব্যাংক গ্রাহকরাই দুর্ভোগের শিকার হচ্ছেন। তাই অনলাইন জালিয়াতদের হাত থেকে নিজেদের গ্রাহকদের রক্ষা করার জন্য নতুন ব্যবস্থা নিচ্ছে দেশের সবচেয়ে বড় ব্যাংকিং সংস্থা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই নিয়ে সতর্কতা মূলক একাধিক নির্দেশিকা জারি করেছে তারা। অনলাইন ব্যাংকিং-এর ক্ষেত্রে গ্রাহকরা যাতে নিজেদের প্রয়োজন অনুযায়ী তা ব্যবহার করতে পারে সেই উদ্দেশ্যে এসবিআই নতুন পদ্ধতির সূচনা করেছে। এক্ষেত্রে গ্রাহক নিজেই নেট ব্যাংকিং লক ও আনলক করার সুবিধা উপভোগ করবে।

এর জন্য অবশ্য গ্রাহকদের কয়েকটি বিষয়ে নজর রাখতে হবে। নেট ব্যাংকিংয়ে লক-আনলক সিস্টেম চালু করার আগে নিজের প্রোফাইল বানাতে হবে। তার একটি বিশেষ পাসওয়ার্ড দিতে হবে, যা লগইন পাসওয়ার্ড থেকে আলাদা হবে। এই পাসওয়ার্ডটি সুরক্ষিত রাখতে হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নেট ব্যাংকিং লক করবেন কীভাবে? প্রথমে স্টেট ব্যাঙ্কের ওয়েবসাইট www.onlinesbi.com যেতে হবে৷ সেখানে ‘Lock & Unlock User’ অপশনে ক্লিক করে ইন্টারনেট ব্যাঙ্কিং ইউজার নেম, অ্যাকাউন্ট নাম্বার, ক্যাপচা কোডের মত জরুরি তথ্য দিতে হবে৷ এরপর ড্রপ ডাউন মেনু ‘Lock User Access’ সিলেক্ট করতে হবে৷ সেখানে অবশ্য ‘Unlock User Access’ এর অপশনও থাকবে৷ অপশন সিলেক্ট করে ‘OK’ ক্লিক করলে এরপর আপনার রেজিষ্টার্ড মোবাইল নম্বর বা ইমেল আইডি-তে একটি ওটিপি আসবে। নির্দিষ্ট জায়গায় ওটিপি দিলেই আপনার ইন্টারনেট ব্যাঙ্কিং লক বা আনলক হয়ে যাবে৷

About Author